ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া

  • পোস্ট হয়েছে : ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
  • 38

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জামাল ভূঁইয়া বর্তমানে কাতারে আছেন। সেখানে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনে তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন এই মিডফিল্ডার।

এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডেও গণমাধ্যমকে বলেন, জামাল করোনাভাইরাস পজিটিভ। খবরটা খুবই খারাপ। কাতারে থাকা অবস্থাতেই ও আক্রান্ত হয়েছে। কয়েকদিন আগেই ও পজিটিভ হয়েছে।

জানা গেছে, ভারতের ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলার জন্য নভেম্বরে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশ ও সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক। ৯ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে আই লিগ।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই খেলতে কাতার গিয়েছিল বাংলাদেশ দল। ৫-০ গোলের বড় হারের পরদিন ৫ ডিসেম্বর দেশে ফেরে লাল-সবুজ জার্সিধারীরা। তবে তাদের সঙ্গে ফেরেননি অধিনায়ক জামাল ভূঁইয়া।

জানুয়ারিতে শুরু হচ্ছে আই-লিগ। ভারতীয় ফুটবল প্রতিযোগিতায় এবার জামাল খেলবেন কলকাতা মোহামেডানের হয়ে। গত ১০ ডিসেম্বর নতুন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার।

বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া

পোস্ট হয়েছে : ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জামাল ভূঁইয়া বর্তমানে কাতারে আছেন। সেখানে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনে তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন এই মিডফিল্ডার।

এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডেও গণমাধ্যমকে বলেন, জামাল করোনাভাইরাস পজিটিভ। খবরটা খুবই খারাপ। কাতারে থাকা অবস্থাতেই ও আক্রান্ত হয়েছে। কয়েকদিন আগেই ও পজিটিভ হয়েছে।

জানা গেছে, ভারতের ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলার জন্য নভেম্বরে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশ ও সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক। ৯ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে আই লিগ।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই খেলতে কাতার গিয়েছিল বাংলাদেশ দল। ৫-০ গোলের বড় হারের পরদিন ৫ ডিসেম্বর দেশে ফেরে লাল-সবুজ জার্সিধারীরা। তবে তাদের সঙ্গে ফেরেননি অধিনায়ক জামাল ভূঁইয়া।

জানুয়ারিতে শুরু হচ্ছে আই-লিগ। ভারতীয় ফুটবল প্রতিযোগিতায় এবার জামাল খেলবেন কলকাতা মোহামেডানের হয়ে। গত ১০ ডিসেম্বর নতুন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার।

বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: