স্পোর্টস ডেস্ক : গত মৌসুমের বুন্দেসলিগায় ছিল না স্টুটগার্ড। তবে এবার তারা ফিরেছে পূর্ণ শক্তি নিয়ে। তাইতো জার্মান জায়ান্টকে কিনা তাদেরই মাঠে উড়িয়ে দেয়!
শনিবার (১৩ ডিসেম্বর) নিজেদের লজ্জাজনক হার দেখেছে লুসিয়ান ফাভরের শিষ্যরা। স্টুটগার্ডের বিপক্ষে ৫-১ গোলে হেরেছে ডর্টমুন্ড। তার মধ্যে দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের এক ঝড়ে তিন গোল হজম করে ফাভরের দল।
ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্টুটগার্টকে লিড এনে দেন ওয়ামানগিতুকা। ৩৯ মিনিটে অবশ্য জিওভানি রেইনা গোলটি পরিশোধ করে সমতায় ফেরান বরুশিয়াকে। বিরতি পর্যন্ত ১-১ গোলেই সমতা ছিল।
কিন্তু বিরতির পর ১১ মিনিটের এক ঝড়ে সবকিছু এলোমেলো হয়ে যায়। ৫২ মিনিটে ফের বরুশিয়ার লিড এনে দেন ওয়ামানগিতুকা। ৮ মিনিট পর এবার ব্যবধান বাড়িয়ে নেয় ফিলিপ ফোস্টার। তৃতীয় গোলের তিন মিনিট পর কুলিবালি গোল করে ব্যবধান করেন ৪-১।
খেলার গতিপথ তখনই নির্ধারণ হয়ে যায়। এরপর আনুষ্ঠানিকতা ছাড়ে নিকোলাস গনজালেজ। ম্যাচের ৯১ মিনিটে বরুশিয়ার জালে ৫ম বারের মত বল পাঠিয়ে গোল বন্যার ইতি টানেন তিনি।
বিজনেস আওয়ার/১৩ ডিসেম্বর, ২০২০/এ