বিজনেস আওয়ার প্রতিবেদক : রবিবার (১৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২০ লাখ ৩১ হাজার ২১৪টি শেয়ার ৪৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬ কোটি ২১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সিঙ্গার বিডির। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ লাখ ৪০ হাজার টাকার এনসিসি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩৭ লাখ ৭২ হাজার টাকার লেনদেন হয়েছে রেকিট বেনকিজারের।
এছাড়া আমান কটনের ৬ লাখ ৯২ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১০ লাখ ৪০ হাজার টাকার, অগ্নি সিস্টেমসের ১০ লাখ ১০ হাজার টাকার, এসোসিয়েটেড অক্সিজেনের ৬ লাখ ৭১ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৫ হাজার টাকার, বিকন ফার্মার ৩৪ লাখ ৪০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৭ লাখথ ৩২ হাজার টাকার, কপারটেকের ৬ লাখ ৫৪ হাজার টাকার, ডিবিএইচের ৩৫ লাখ ৪ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ৫ লাখ ১২ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৬ লাখ ৯৯ হাজার টাকার, ফার কেমিক্যালের ২১ লাখ টাকার, আইএফআইসির ২৩ লাখ ৮০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ২৫ লাখ ৮ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৬ লাখ ১২ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৭ লাখ ২০ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ১০ লাখ ১৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৩ লাখ ৮০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৭৪ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ১৫ লাখ ৭৮ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ ৭০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯ লাখ ৯০ হাজার টাকার, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৬ লাখ ৫০ হাজার টাকার, রেনেটার ২১ লাখ ৯২ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৬১ হাজার টাকার, সমতা লেদারের ১০ লাখ ২ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ৫ লাখ ৬০ হাজার টাকার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫ লাখ ৪০ হাজার টাকার, সিলকো ফার্মার ৬ লাখ ৫০ হাজার টাকার, সিমটেক্সের ৭ লাখ ৮৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ১১ লাখ ২০ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৫ লাখ টাকার, এসএস স্টিলের ১৫ লাখ ২২ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ টাকার এবং ইউনিক হোটেলের ৫ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৩ ডিসেম্বর, ২০২০/এস