ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নেইমারের চোটের রাতে হারল পিএসজি

  • পোস্ট হয়েছে : ১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
  • 47

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন নেইমার জুনিয়র। ম্যাচটিতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ১-০ গোলের ব্যবধানে হেরেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অলিম্পিক লিঁওর হয়ে একমাত্র গোলটি করেন টিনো কাদেওয়ের।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে বল নিয়ে লিঁওর ডি বক্সের দিকে এগিয়ে যাচ্ছেন নেইমার, তখনই থিয়াগো মেন্ডেস একটি স্লাইডিং ট্যাকেল করেন নেইমারকে। আর সঙ্গে সঙ্গে নেইমার মাটিতে লুটিয়ে পড়লেন। নিজের পায়ে আর তখন দাঁড়ানোর মতো অবস্থায় নেই। তাকে নেওয়ার জন্য স্ট্রেচার এসেছে। স্ট্রেচারে চেপেই মাঠ ছাড়লেন নেইমার।

নেইমারকে বাজে ভাবে ট্যাকেল করায় রেফারি হলুদ কার্ড দেখান মেন্ডেসকে, এরপর ভিএআরে দ্বিতীয়বার লক্ষ্য করে লাল কার্ড দেখিয়ে দেন থিয়াগো মেন্ডেসকে। এর আগে ম্যাচের এমবাপেকে বিশ্রাম দিয়ে এদিন নেইমার, ময়েস কিন আর ডি মারিয়াকে নিয়ে একাদশ সাজান পিএসজি কোচ থমাস তুখেল।

প্রথমার্ধে গোল করা তো দূরের কথা উল্টো ম্যাচের ৩৫ মিনিটের মাথায় কার্ল টোকো একাম্বির বাড়ানো বল পেয়ে যান টিনো কাদেওয়ের। আর পিএসজির ডি বক্স থেকে বল জালে জড়াতে একদম ভুল করেননি তিনি, গোল করে দলকে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন পিএসজির মাঠেই।

শেষ পর্যন্ত কাদেওয়েরের একমাত্র গোল পিএসজির মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অলিম্পিক লিঁও। এই হারে পিএসজি পয়েন্ট তালিকার তিনে নেমে গেছে। আর দুইয়ে উঠে এসেছে লিঁও। সমান ১৪ ম্যাচে সমান ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিলে আর দুইয়ে লিঁও, ২৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান পিএসজির।

বিজনেস আওয়ার/১৩ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নেইমারের চোটের রাতে হারল পিএসজি

পোস্ট হয়েছে : ১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন নেইমার জুনিয়র। ম্যাচটিতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ১-০ গোলের ব্যবধানে হেরেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অলিম্পিক লিঁওর হয়ে একমাত্র গোলটি করেন টিনো কাদেওয়ের।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে বল নিয়ে লিঁওর ডি বক্সের দিকে এগিয়ে যাচ্ছেন নেইমার, তখনই থিয়াগো মেন্ডেস একটি স্লাইডিং ট্যাকেল করেন নেইমারকে। আর সঙ্গে সঙ্গে নেইমার মাটিতে লুটিয়ে পড়লেন। নিজের পায়ে আর তখন দাঁড়ানোর মতো অবস্থায় নেই। তাকে নেওয়ার জন্য স্ট্রেচার এসেছে। স্ট্রেচারে চেপেই মাঠ ছাড়লেন নেইমার।

নেইমারকে বাজে ভাবে ট্যাকেল করায় রেফারি হলুদ কার্ড দেখান মেন্ডেসকে, এরপর ভিএআরে দ্বিতীয়বার লক্ষ্য করে লাল কার্ড দেখিয়ে দেন থিয়াগো মেন্ডেসকে। এর আগে ম্যাচের এমবাপেকে বিশ্রাম দিয়ে এদিন নেইমার, ময়েস কিন আর ডি মারিয়াকে নিয়ে একাদশ সাজান পিএসজি কোচ থমাস তুখেল।

প্রথমার্ধে গোল করা তো দূরের কথা উল্টো ম্যাচের ৩৫ মিনিটের মাথায় কার্ল টোকো একাম্বির বাড়ানো বল পেয়ে যান টিনো কাদেওয়ের। আর পিএসজির ডি বক্স থেকে বল জালে জড়াতে একদম ভুল করেননি তিনি, গোল করে দলকে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন পিএসজির মাঠেই।

শেষ পর্যন্ত কাদেওয়েরের একমাত্র গোল পিএসজির মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অলিম্পিক লিঁও। এই হারে পিএসজি পয়েন্ট তালিকার তিনে নেমে গেছে। আর দুইয়ে উঠে এসেছে লিঁও। সমান ১৪ ম্যাচে সমান ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিলে আর দুইয়ে লিঁও, ২৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান পিএসজির।

বিজনেস আওয়ার/১৩ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: