ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পপির ফেসবুক পোস্ট ঘিরে রহস্য!

  • পোস্ট হয়েছে : ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
  • 74

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির জনপ্রিয় নায়িক সাদিকা পারভিন পপির কিছু ফেসবুক পোস্টকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। পপি ভক্তরা অনেকেই সেসব পোস্টের নিচে মন্তব্য করছেন, আপনি কি প্রেমে পড়েছেন? এ নায়িকার কিছু পোস্ট দেখলে আসলে এমনটিই মনে হবে যে কারো।

চলতি মাসের ১২ তারিখে তিনি এক পোস্টে লিখেন, গতকাল হলো আজকের স্মৃতি, কিন্তু আগামীকাল হলো আজকের স্বপ্ন। ভালো থাকতে রাজ্যের সকল সম্পদ নয়, রাজার সত্যিকার ভালেআবাসাটাই সুখ। ছোট ছোট ভালোবাসা মানুষকে সুখী করে। এ রকম উপহার একটা মেয়ের কাছে অনেক কিছু। সুন্দর একটা মুহূর্ত ১২-১২-২০।

অন্য একটি পোস্টে তিনি লিখেন, কেউ কারো জন্য পারফেক্ট হয়ে জন্মায় না, ভালোবেসে পারফেক্ট করে নিতে হয়।সম্পর্কের নাম যাই হোক না কেন, ভালোবাসার জায়গা সবাই পায় না।

অন্য একটি পোস্টে কারও নাম উল্লেখ না করেই পপি লিখেন, হ্যাপি বার্থ ডে টু ইউ। সঙ্গে ভালোবাসার ইমো। পপির এসব পোস্ট কি তাহলে নতুন সম্পর্কের কথা ইঙ্গিত করে!

বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যকে এ নায়িকা বলেন, আরে নাহ্‌। তেমন কিছু না। তবে পপির এমন উত্তরে রহস্যটা কিন্তু থেকেই গেলো।

বিজনেস আওয়ার/১৫ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দূর্নীতিগ্রস্থ বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

পপির ফেসবুক পোস্ট ঘিরে রহস্য!

পোস্ট হয়েছে : ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির জনপ্রিয় নায়িক সাদিকা পারভিন পপির কিছু ফেসবুক পোস্টকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। পপি ভক্তরা অনেকেই সেসব পোস্টের নিচে মন্তব্য করছেন, আপনি কি প্রেমে পড়েছেন? এ নায়িকার কিছু পোস্ট দেখলে আসলে এমনটিই মনে হবে যে কারো।

চলতি মাসের ১২ তারিখে তিনি এক পোস্টে লিখেন, গতকাল হলো আজকের স্মৃতি, কিন্তু আগামীকাল হলো আজকের স্বপ্ন। ভালো থাকতে রাজ্যের সকল সম্পদ নয়, রাজার সত্যিকার ভালেআবাসাটাই সুখ। ছোট ছোট ভালোবাসা মানুষকে সুখী করে। এ রকম উপহার একটা মেয়ের কাছে অনেক কিছু। সুন্দর একটা মুহূর্ত ১২-১২-২০।

অন্য একটি পোস্টে তিনি লিখেন, কেউ কারো জন্য পারফেক্ট হয়ে জন্মায় না, ভালোবেসে পারফেক্ট করে নিতে হয়।সম্পর্কের নাম যাই হোক না কেন, ভালোবাসার জায়গা সবাই পায় না।

অন্য একটি পোস্টে কারও নাম উল্লেখ না করেই পপি লিখেন, হ্যাপি বার্থ ডে টু ইউ। সঙ্গে ভালোবাসার ইমো। পপির এসব পোস্ট কি তাহলে নতুন সম্পর্কের কথা ইঙ্গিত করে!

বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যকে এ নায়িকা বলেন, আরে নাহ্‌। তেমন কিছু না। তবে পপির এমন উত্তরে রহস্যটা কিন্তু থেকেই গেলো।

বিজনেস আওয়ার/১৫ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: