ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতুর উপর দূর্ঘটনা, টোল আদায় বন্ধ রাখায় দীর্ঘ যানজট

  • পোস্ট হয়েছে : ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক (টাঙ্গাইল) : সোমবার মধ্যরাতে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ৫ নং পিলারের কাছে দূর্ঘটনার ফলে টোল আদায় বন্ধ ছিল। এতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টা পর্যন্ত টাঙ্গাইলের এলেঙ্গা হতে সিরাজগঞ্জের নলকা ব্রিজ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে রাত থেকে সকাল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে চরম দূর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

আজ সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু থেকে পৌলী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে ঢাকাগামী পরিবহনের যানজট অব্যাহত রয়েছে। সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইফতেখার রোকন জানান, যানচলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে পুলিশ।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে একদিকে পরিবহনের ধীরগতি অন্যদিকে সেতুর উপর দুর্ঘটনার ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ছিল এই যানজট। এরআগে সেতুতে টোল আদায় বন্ধ ছিল। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত খনেখনে বন্ধ ছিল সেতুর দুইপাড়ের টোল আদায়। এদিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে যানজটের কারণে ঢাকামুখী পরিবহনগুলো সেতুপূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে ঘুরে এলেঙ্গা দিয়ে ঢাকার দিকে যাচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, সোমবার মধ্যরাত থেকে ঘন কুয়াশার বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত বন্ধ ছিল। এছাড়া রাতে সেতুর পশ্চিম পাড়ের অংশে ৫ নং পিলারে দূর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে পরিবহনের চাপ আরো বেড়ে যায়। তবে সকাল সাড়ে ৮টার পর থেকে মহাসড়কে যানচলাচল ধীরগতিতে চলছে। উত্তরবঙ্গগামী পরিবহনের চাপ না থাকলেও ঢাকামূখী পরিবহনের চাপ রয়েছে।

তিনি আরো বলেন, ঢাকাগামী পরিবহনগুলো সারারাত সেতুর পশ্চিমের সিরাজগঞ্জের দিকে অবস্থান করছিল। এতে সেতু দিয়ে যানচলাচল শুরু হলে ঢাকামুখী পরিবহনের চাপ বেড়ে যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হবে।

বিজনেস আওয়ার/১৫ ডিসেম্বর, ২০২০/টিএ/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বঙ্গবন্ধু সেতুর উপর দূর্ঘটনা, টোল আদায় বন্ধ রাখায় দীর্ঘ যানজট

পোস্ট হয়েছে : ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক (টাঙ্গাইল) : সোমবার মধ্যরাতে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ৫ নং পিলারের কাছে দূর্ঘটনার ফলে টোল আদায় বন্ধ ছিল। এতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টা পর্যন্ত টাঙ্গাইলের এলেঙ্গা হতে সিরাজগঞ্জের নলকা ব্রিজ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে রাত থেকে সকাল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে চরম দূর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

আজ সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু থেকে পৌলী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে ঢাকাগামী পরিবহনের যানজট অব্যাহত রয়েছে। সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইফতেখার রোকন জানান, যানচলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে পুলিশ।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে একদিকে পরিবহনের ধীরগতি অন্যদিকে সেতুর উপর দুর্ঘটনার ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ছিল এই যানজট। এরআগে সেতুতে টোল আদায় বন্ধ ছিল। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত খনেখনে বন্ধ ছিল সেতুর দুইপাড়ের টোল আদায়। এদিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে যানজটের কারণে ঢাকামুখী পরিবহনগুলো সেতুপূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে ঘুরে এলেঙ্গা দিয়ে ঢাকার দিকে যাচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, সোমবার মধ্যরাত থেকে ঘন কুয়াশার বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত বন্ধ ছিল। এছাড়া রাতে সেতুর পশ্চিম পাড়ের অংশে ৫ নং পিলারে দূর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে পরিবহনের চাপ আরো বেড়ে যায়। তবে সকাল সাড়ে ৮টার পর থেকে মহাসড়কে যানচলাচল ধীরগতিতে চলছে। উত্তরবঙ্গগামী পরিবহনের চাপ না থাকলেও ঢাকামূখী পরিবহনের চাপ রয়েছে।

তিনি আরো বলেন, ঢাকাগামী পরিবহনগুলো সারারাত সেতুর পশ্চিমের সিরাজগঞ্জের দিকে অবস্থান করছিল। এতে সেতু দিয়ে যানচলাচল শুরু হলে ঢাকামুখী পরিবহনের চাপ বেড়ে যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হবে।

বিজনেস আওয়ার/১৫ ডিসেম্বর, ২০২০/টিএ/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: