বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানির ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাবে আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড ওপিনিয়ন) করেছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, রেনউইক যজ্ঞেশ্বর কর্তৃপক্ষ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় গ্রাহকের কাছ থেকে ৩১ কোটি ৬ লাখ টাকা পাওনার বিপরীতে আদায় অযোগ্য বিবেচনায় ৪ কোটি ৬৫ লাখ টাকার সঞ্চিতি (প্রভিশন) গঠন করেছে। তবে তারা এ বিষয়ে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
এই কোম্পানি কর্তৃপক্ষ উৎসে কর হিসেবে ভ্যাট কেটে রেখেছে, তবে সরকারি কোষাগারে জমা দেয়নি। যাতে ৮৪ লাখ ৬০ হাজার টাকা বকেয়া হয়ে গেছে।
কোম্পানিটি ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করতে সক্ষম বলে আর্থিক হিসাব তৈরী করেছে। কিন্তু কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরে ৬ কোটি ৪৭ লাখ টাকা লোকসান হয়েছে। এতে করে পূঞ্জীভূত লোকসান দাড়িঁয়েছে ১২ কোটি ৭ লাখ টাকা।
রাষ্ট্রায়াত্ত্ব রেনউইক যজ্ঞেশ্বর ব্যবসায় দূর্বল হলেও শেয়ার দরে চাঙ্গা। সোমবার (১৪ ডিসেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাড়িঁয়েছে ৯৭২.৫০ টাকায়। যা রিপোর্ট লেখাকালীন মঙ্গলবার ৭২.৯০ টাকা বা ৭.৫০ শতাংশ বেড়ে ১০৪৫.৪০ টাকায় লেনদেন হচ্ছে। এই অস্বাভাবিক দরের পেছনে কারন হিসেবে রয়েছে রেনউইকের স্বল্পমূলধন। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ মাত্র ২ কোটি টাকা। এ কারনে কারসাজিকাররা সহজে শেয়ারটি গেম্বলিং করতে পারছে।
বিজনেস আওয়ার/১৫ ডিসেম্বর, ২০২০/এস