বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৪০০ কোটি টাকার আনসিকিউরড, ফ্লোটিং রেট, কন্ডিশনাল-কনভার্টেবল, পারপিচ্যুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিএসইসির ৭৫৩তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পারপিচ্যুয়াল বন্ডটির কুপন হার ৮%-১০%, যা সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অ্যাডিশনাল টায়ার-I মূলধন ভিত্তি শক্তিশালী করবে।
এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
এই বন্ডের ট্রাস্টি হিসেবে এমটিবি ক্যাপিটাল এবং অ্যারেঞ্জার হিসেবে আইডিএলসি ফাইন্যান্স কাজ করছে।
বিজনেস আওয়ার/১৫ ডিসেম্বর, ২০২০/এস