বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় তিনি বিএসইসি’র চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষত করেন। এসময় বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সাক্ষাতে শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসি’র সঙ্গে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। এসময় তিনি বন্ডসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে আশ্বস্ত করেছেন।
দু’পক্ষের বৈঠক শেষে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবা্ইয়াত-উল-ইসলাম সাংবাদিকদের বলেন, শেয়ারবাজারের উন্নয়নে উভয়পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে ঐক্যমত হয়েছে। শেয়ারবাজারে নতুন নতুন বন্ডসহ অন্যান্য ব্যাপারে একসঙ্গে কাজ করা হবে।
বিজনেস আওয়ার/০৪ জুন, ২০২০/আরএ