বিনোদন ডেস্ক : ২০১৭ সালের মে মাসে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে অংশ নিয়ে বিশ্ব পরিবেশনা পায় মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’। এরপর গেলো মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ভিমিয়োতে এটি মুক্তি পায় অন-ডিমান্ড-রেন্টাল সিস্টেমে। যার মাধ্যমে ১ ডলারের বিনিময়ে ছবিটি দেখতে পেরেছে বিশ্বের যেকোনও দর্শক।
এবার আলোচিত এই ছবিটি সবার জন্য ফ্রি উন্মুক্ত করা হলো। বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এটি আজ (১৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেখতে পারবেন যেকোনও দর্শক।
নির্মাতা জসীম আহমেদ বলেন, ব্রিটিশ পরিবেশনা সংস্থা শর্টস ইন্টারন্যাশনাল ২০১৭ সালে যখন ছবিটি আমেরিকা ও ইউরোপে মুক্তি দিলো তখন অনেকেই জানতে চেয়েছিলেন, দেশের মানুষ ‘দাগ’ কীভাবে দেখতে পাবে? এরপর অনেকেই বললেন, ছবিটি ফ্রি দেখা যাবে কবে থেকে। তো আমি মনে করি ছবিটি সবার জন্য ফ্রি উন্মুক্ত করার যৌক্তিক সময় এখনই। সেটাই করলাম।
এই স্বল্পদৈর্ঘ্য ছবির বিশেষায়িত টিভি চ্যানেল শর্টস টিভির মাধ্যমে উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের দর্শকরা গত তিন বছর ধরে দেখছে ‘দাগ’। পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোচিত ব্রিটিশ পরিবেশনা প্রতিষ্ঠানটি অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শন করে থাকে। কানের শর্টফিল্ম কর্নার থেকেই ‘দাগ’-এর টেলিভিশন লাইসেন্স নেয় শর্টস ইন্টারন্যাশনাল।
‘দাগ’-এর মূল বক্তব্য হলো, যে ধর্ষণ করে সে সব সময়ই ধর্ষক। এর গল্পে দেখা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার হওয়া একটি মেয়ে অনেক বছর পর বিয়ের রাতেও একই পরিস্থিতিতে পড়ে। কিন্তু তখন সে প্রতিবাদী হয়ে ওঠে।
নির্মাতা সুত্রে জানা গেছে, ছবিটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী ও বাকার বকুল। আবহসংগীত করেছেন পার্থ বড়ুয়া।
বিজনেস আওয়ার/১৬ ডিসেম্বর, ২০২০/এ