ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে

  • পোস্ট হয়েছে : ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক : আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তির পথে এগিয়ে চলেছি। কিন্তু সেই সংগ্রামের বিপক্ষে যে সাম্প্রদায়িক শক্তি ছিল তারা এখনও রয়েছে। সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৬ ডিসেম্বর) বিজয়ের প্রথম প্রহরে সাভারের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি।

তাপস বলেন, আমরা এখনও সকল সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করতে পারিনি। তাই বিজয়ের এই দিনে সকল সাম্প্রদায়িক শক্তিকে জাতিগতভাবে নিশ্চিহ্ন করতে নতুন করে প্রত্যয় নিতে হবে। যতদিন না পর্যন্ত এই দেশ থেকে সকল সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিকে নিশ্চিহ্ন না করা যায়, আমাদেরকে সেই সংগ্রাম চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তির পথে এগিয়ে চলেছি। কিন্তু সেই সংগ্রামের বিপক্ষে যে প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি ছিল তারা এখনও রয়েছে। তাদেরকে এখনও পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়নি। কিন্তু আমরা দীর্ঘ ৪০ বছর পরে হলেও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে পেরেছি, তাদের প্রত্যাখ্যান করতে পেরেছি।

ডিএসসিসি মেয়র বলেন, আমরা নিজ অর্থায়নে যেমনি পদ্মাসেতু করছি, তার সাথে সাথে একটি গর্বিত জাতি হিসেবেও আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। বিজয়ের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করছি।

এদিন ভোরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে এবং নগর ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মেয়র শেখ তাপস।

বিজনেস আওয়ার/১৬ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে

পোস্ট হয়েছে : ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তির পথে এগিয়ে চলেছি। কিন্তু সেই সংগ্রামের বিপক্ষে যে সাম্প্রদায়িক শক্তি ছিল তারা এখনও রয়েছে। সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৬ ডিসেম্বর) বিজয়ের প্রথম প্রহরে সাভারের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি।

তাপস বলেন, আমরা এখনও সকল সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করতে পারিনি। তাই বিজয়ের এই দিনে সকল সাম্প্রদায়িক শক্তিকে জাতিগতভাবে নিশ্চিহ্ন করতে নতুন করে প্রত্যয় নিতে হবে। যতদিন না পর্যন্ত এই দেশ থেকে সকল সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিকে নিশ্চিহ্ন না করা যায়, আমাদেরকে সেই সংগ্রাম চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তির পথে এগিয়ে চলেছি। কিন্তু সেই সংগ্রামের বিপক্ষে যে প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি ছিল তারা এখনও রয়েছে। তাদেরকে এখনও পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়নি। কিন্তু আমরা দীর্ঘ ৪০ বছর পরে হলেও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে পেরেছি, তাদের প্রত্যাখ্যান করতে পেরেছি।

ডিএসসিসি মেয়র বলেন, আমরা নিজ অর্থায়নে যেমনি পদ্মাসেতু করছি, তার সাথে সাথে একটি গর্বিত জাতি হিসেবেও আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। বিজয়ের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করছি।

এদিন ভোরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে এবং নগর ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মেয়র শেখ তাপস।

বিজনেস আওয়ার/১৬ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: