ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পিছিয়ে পড়েও সোসিয়েদাদের বিপক্ষে জয় পেলো বার্সা

  • পোস্ট হয়েছে : ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
  • 41

স্পোর্টস ডেস্ক : প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়লেও ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল বার্সেলোনা। জর্দি আলবা ও ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

খেলার ২৭ মিনিটের মাথায় উইলিয়ান হোসের গোলে প্রথমেই ক্যাম্প ন্যুতে লিড নেয় রিয়াল সোসিয়েদাদ। তবে গোল পরিশোধ করতে বার্সা খুব বেশি সময় নেয়নি, মাত্র দুই মিনিট পরেই সমতায় ফেরে কাতালান ক্লাবটি।

আর সমতায় ফেরার ১২ মিনিট পর বার্সাকে লিড এনে দেন ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং। আলবার দেওয়া ডি বক্সের ভেতরের ক্রস ডিফ্লেক্টেড হয়ে ফিরে আসলে শট নেন ডি ইয়ং। আর তাতেই লিড পেয়ে যায় বার্সা।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধে সোসিয়েদাদ গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও বার্সার রক্ষণকে আর ভাঙতে পারেনি পর্তু, হোসে কিংবা ইয়ানুঝাইরা। আর তাই তো শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় বার্সা।

এই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে বার্সেলোনা। ১২ ম্যাচে ৬টি জয়, ২টি ড্র আর ৪টি হারে ২০ পয়েন্ট বার্সার। লিগ লিডার অ্যাটলেটিকো ১১ ম্যাচে ৮জয়, দুই ড্র আর একটি হারে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।

বিজনেস আওয়ার/১৭ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পিছিয়ে পড়েও সোসিয়েদাদের বিপক্ষে জয় পেলো বার্সা

পোস্ট হয়েছে : ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়লেও ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল বার্সেলোনা। জর্দি আলবা ও ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

খেলার ২৭ মিনিটের মাথায় উইলিয়ান হোসের গোলে প্রথমেই ক্যাম্প ন্যুতে লিড নেয় রিয়াল সোসিয়েদাদ। তবে গোল পরিশোধ করতে বার্সা খুব বেশি সময় নেয়নি, মাত্র দুই মিনিট পরেই সমতায় ফেরে কাতালান ক্লাবটি।

আর সমতায় ফেরার ১২ মিনিট পর বার্সাকে লিড এনে দেন ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং। আলবার দেওয়া ডি বক্সের ভেতরের ক্রস ডিফ্লেক্টেড হয়ে ফিরে আসলে শট নেন ডি ইয়ং। আর তাতেই লিড পেয়ে যায় বার্সা।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধে সোসিয়েদাদ গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও বার্সার রক্ষণকে আর ভাঙতে পারেনি পর্তু, হোসে কিংবা ইয়ানুঝাইরা। আর তাই তো শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় বার্সা।

এই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে বার্সেলোনা। ১২ ম্যাচে ৬টি জয়, ২টি ড্র আর ৪টি হারে ২০ পয়েন্ট বার্সার। লিগ লিডার অ্যাটলেটিকো ১১ ম্যাচে ৮জয়, দুই ড্র আর একটি হারে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।

বিজনেস আওয়ার/১৭ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: