স্পোর্টস ডেস্ক : দুই দলের সমান পয়েন্ট থাকা স্বত্বেও গোল ব্যবধান এগিয়ে থেকে এতদিন শীর্ষে ছিল টটেনহাম হটস্পার্স। তবে ঘরের মাঠ অ্যানফিল্ডে স্পার্সকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষ পুনরায় দখল করে নিল ক্লপের দল।
ম্যাচের ২৬ মিনিটে মোহাম্মদ সালাহ গোল করে অল রেডসদের এগিয়ে নেন। রবার্তো ফিরমিনো বুদ্ধিদীপ্ত এক পাস পেয়ে মোহাম্মদ সালাহ ১৮ গজ দূর থেকে নেয়া শোটে ১-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।
পিছিয়ে পড়ার মাত্র মিনিট সাতেক পর স্পার্সকে সমতায় ফেরান চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা হিউং মিন সন। প্রতিআক্রমণে লো সেলসো সনকে খুঁজে নিয়ে বল পাঠিয়ে দেন, আর অবিশ্বাস্য ফর্মে থাকা সন তা জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান।
সমতায় শেষ হওয়া প্রথমার্ধের খেলা, দ্বিতীয়ার্ধে আরও আক্রমণের দেখা মেলে। দুই দলই আক্রমণ পালটা আক্রমণে উত্তেজনা ছড়াতে থাকে। ম্যাচের ৫২ মিনিটে দলকে নিশ্চিত গোল হজমের হাত থেকে রক্ষা করেন রেডস গোলরক্ষক অ্যালিসন বেকার।
একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা বোধহয় ড্র’য়ের হবে। তবে ম্যাচের ৯০ মিনিটে অ্যান্ড্রিউ রবার্টসনের অ্যাসিস্ট থেকে রবার্তো ফিরমিনো গোল করে লিভারপুলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। আর ম্যাচও জিতে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
এই জয়ে প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ৮জয়, ৪ ড্র আর একটি হারে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর সমান ম্যাচে ৭ জয়, ৪ ড্র আর দুই হারে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহাম হটস্পার্স।
বিজনেস আওয়ার/১৭ ডিসেম্বর, ২০২০/এ