ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আবদুল কাদেরের অবস্থা সংকটাপন্ন!

  • পোস্ট হয়েছে : ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
  • 93

বিনোদন ডেস্ক : মরনব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন বরেণ্য অভিনেতা আবদুল কাদের। বর্তমানে তিনি চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শরীরিক অবস্থা সংকটাপন্ন। এই অভিনেতার রক্তের হিমোগ্লোবিন কমে ৩–এ নেমেছে। তাকে রক্ত দেওয়া হয়েছে। অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। এমন অবস্থায় ভারতের চেন্নাইয়ে গিয়ে পরীক্ষা করানোর পর চিকিৎসকরা নিশ্চিত হন এ অভিনেতা ক্যানসারে আক্রান্ত।

জাহিদা ইসলাম জেমি চেন্নাই থেকে বলেন— বাবার নানা পরীক্ষা-নিরীক্ষা করানোর পরও চিকিৎসকরা রোগ ধরতে পারছিলেন না। পরে সিটি স্ক্যান করানোর পর টিউমার ধরা পড়ে। এখানে আবারো চেকআপ করা হলে ১৫ ডিসেম্বর ডাক্তাররা বোর্ড মিটিং করে বলেন, বাবার ক্যানসার হয়েছে। ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এটি এখন চতুর্থ স্টেজে রয়েছে।

তিনি বলেন, শারীরিকভাবে দুর্বল থাকার কারণে চিকিৎসকরা এখনই কেমোথেরাপি দিতে চাচ্ছেন না। পরিবারের সবার সঙ্গে পরামর্শ করে ডাক্তারদের বলেছি কেমো আপাতত না দেওয়া গেলে বাবাকে একটু সু্স্থ করে দেন, আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই।
শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে আগামী ১৮ ডিসেম্বর তাকে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা করছি।

উল্লেখ্য, মঞ্চ থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে নাম লেখান আব্দুল কাদের। ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছে যান তিনি। অভিনয় ক্যারিয়ারে কয়েকশ’ টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বেশিরভাগ হাস্যরসাত্মক চরিত্রে দেখা গেছে তাকে।

আবদুল কাদেরর জন্ম মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার সোনারং গ্রামে। স্ত্রী খাইরুননেছা কাদের। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।সোনারং হাইস্কুল ও বন্দর হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও এমএ করেন।

অর্থনীতিতে সিঙ্গাইর কলেজ ও লৌহজং কলেজে অধ্যাপনা এবং বিটপী বিজ্ঞাপনী সংস্থায় এক্সিকিউটিভ হিসেবে চাকরির পর ১৯৭৯ সাল থেকে আন্তর্জাতিক কোম্পানি ‘বাটা’তে চাকুরীরত এখনও।

বিজনেস আওয়ার/১৭ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

আবদুল কাদেরের অবস্থা সংকটাপন্ন!

পোস্ট হয়েছে : ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : মরনব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন বরেণ্য অভিনেতা আবদুল কাদের। বর্তমানে তিনি চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শরীরিক অবস্থা সংকটাপন্ন। এই অভিনেতার রক্তের হিমোগ্লোবিন কমে ৩–এ নেমেছে। তাকে রক্ত দেওয়া হয়েছে। অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। এমন অবস্থায় ভারতের চেন্নাইয়ে গিয়ে পরীক্ষা করানোর পর চিকিৎসকরা নিশ্চিত হন এ অভিনেতা ক্যানসারে আক্রান্ত।

জাহিদা ইসলাম জেমি চেন্নাই থেকে বলেন— বাবার নানা পরীক্ষা-নিরীক্ষা করানোর পরও চিকিৎসকরা রোগ ধরতে পারছিলেন না। পরে সিটি স্ক্যান করানোর পর টিউমার ধরা পড়ে। এখানে আবারো চেকআপ করা হলে ১৫ ডিসেম্বর ডাক্তাররা বোর্ড মিটিং করে বলেন, বাবার ক্যানসার হয়েছে। ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এটি এখন চতুর্থ স্টেজে রয়েছে।

তিনি বলেন, শারীরিকভাবে দুর্বল থাকার কারণে চিকিৎসকরা এখনই কেমোথেরাপি দিতে চাচ্ছেন না। পরিবারের সবার সঙ্গে পরামর্শ করে ডাক্তারদের বলেছি কেমো আপাতত না দেওয়া গেলে বাবাকে একটু সু্স্থ করে দেন, আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই।
শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে আগামী ১৮ ডিসেম্বর তাকে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা করছি।

উল্লেখ্য, মঞ্চ থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে নাম লেখান আব্দুল কাদের। ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছে যান তিনি। অভিনয় ক্যারিয়ারে কয়েকশ’ টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বেশিরভাগ হাস্যরসাত্মক চরিত্রে দেখা গেছে তাকে।

আবদুল কাদেরর জন্ম মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার সোনারং গ্রামে। স্ত্রী খাইরুননেছা কাদের। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।সোনারং হাইস্কুল ও বন্দর হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও এমএ করেন।

অর্থনীতিতে সিঙ্গাইর কলেজ ও লৌহজং কলেজে অধ্যাপনা এবং বিটপী বিজ্ঞাপনী সংস্থায় এক্সিকিউটিভ হিসেবে চাকরির পর ১৯৭৯ সাল থেকে আন্তর্জাতিক কোম্পানি ‘বাটা’তে চাকুরীরত এখনও।

বিজনেস আওয়ার/১৭ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: