বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির ৩৬ লাখ ৯৮ হাজার ১৭৭টি শেয়ার ৩৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৪ কোটি ২৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ৮৯ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।
এছাড়া সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৮৫ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৪৭ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৫ লাখ ২ হাজার টাকার, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩ লাখ ৯০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৫৩ লাখ ৪ হাজার টাকার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৫ লাখ ৪০ হাজার টাকার, ফাইন ফুডসের ১১ লাখ ৫৯ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৮ লাখ ৫৮ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৯ লাখ ১০ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৪২ লাখ টাকার, মিরাকলের ৫ লাখ ২২ হাজার টাকার, মিউচুয়াল ট্রাসট ব্যাংকের ৬ লাখ টাকার, এনসিসি ব্যাংকের ৫৯ লাখ ৪০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২০ লাখ ২৫ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৯ লাখ টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ২৮ লাখ ৯৫ হাজার টাকার, এসকে ট্রিমসের ১১ লাখ ৮৮ হাজার টাকার, এসএস স্টিলির ১৫ লাখ ৭০ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৫৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৭ ডিসেম্বর, ২০২০/এস