বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্ব ইজতেমাকে সামনে রেখে রাজধানীর টঙ্গীতে প্রতি বছর ৫দিন ব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এবারও বিশ্ব ইজতেমা শুরুর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) থেকে দুই দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হবে।
এরই মধ্যে ইজতেমার সকল প্রস্ততি নিয়েছেন যোবায়ের অনুসারীরা। জোড় ইজতেমা উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন। আগামী শনিবার মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।
জানা গেছে, ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনসেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে। এই জোড় ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নেবেন। এতে চার হাজার মুসল্লি উপস্থিত থাকতে পারবেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।
মহামারি করোনার কারণে বিশ্বব্যাপী তাবলিগের কার্যক্রম আগের ন্যয় চালু নেই। তবে সীমিত পরিসরে অঞ্চলভিত্তিক তাবলিগের এ দাওয়াতি কার্যক্রম চালু রয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই তাবলিগের সাথীরা তাদের চিল্লার কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এবারের জোড় ইজতেমায় চার জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন। ঢাকা জেলার ২ হাজার ৫০০, গাজীপুর জেলার ৭০০, টাঙ্গাইল জেলার ৪০০ ও মানিকগঞ্জ জেলার ৪০০ মুসল্লিসহ সর্বমোট ৪ হাজার তাবলিগের তিন চিল্লার সাথীরা অংশগ্রহণ করতে পারবেন।
বিজনেস আওয়ার/১৭ ডিসেম্বর, ২০২০/এ