ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘নবাব এলএল.বি’র ২ পার্ট নিয়ে যা বললেন নির্মাতা!

  • পোস্ট হয়েছে : ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
  • 49

বিনোদন ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে (ইন্টারনেট থিয়েটার) মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘নবাব এলএল.বি’। মুক্তির পর ছবিটিনি নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা।

পূর্ব কোনো ঘোষণা ছাড়াই কেন ছবিটির অর্ধেক দেখানো হয়েছে বা কেন এটি দুই খণ্ডে প্রকাশিত হচ্ছে-এ নিয়ে মিডিয়া পাড়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। আলোচনা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

চারিদিকে এমন তুমুল সমালোচনার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ছবিটির পরিচালক ও আই থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনন্য মামুন।

তিনি বলেন, প্রথমত ছবিটি ‘অর্ধেক’ বললে ভুল হবে। এটি এক গল্পের দুটি ভাগ। যেমনটি আমরা “বাহুবলী” ছবিতে দেখেছি। ছবির প্রথম খণ্ডে একটি গল্প দেখানো হয়েছে আর দ্বিতীয়টিতে ছবির এন্ডিং টানা হয়েছে।

ঠিক তেমনি আমার ‘নবাব এলএল.বি’ ছবিটিও। এর প্রথম খণ্ডে শাকিব খান একজন ভবঘুরে। আর দ্বিতীয় কিস্তিতে তার দেখা মিলবে আইনজীবী হিসেবে। এটা একটা টুইস্ট।

মামুন বলেন, তাছাড়া আমি কি আমার ব্যবসায়িক পলিসি সবাইকে আগে জানিয়ে দেব? মোটেই নয়। আমরা একই টিকিটে ছবির সিক্যুয়েলও দেখাচ্ছি।

তিনি বলেন, যদি পরবর্তী পর্বের জন্য আলাদা চার্জ করা হতো, তাহলে সেটা প্রতারণা হতো। আমরা তো পূর্বের টিকিটেই আগামী ১ জানুয়ারি একই থিয়েটারে ছবিটি দেখা যাবে।

নির্মাতার মতে, ছবি নিয়ে সমালোচনা হচ্ছে আক্ষেপ থেকে। দ্বিতীয় খণ্ড দেখার আক্ষেপ। বিষয়টিকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন। ছবির গল্প ও দৈর্ঘে্যর কারণেই এটিকে দুই কিস্তিতে নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ আরও অনেকেই অভিনয় করেছেন।

বিজনেস আওয়ার/১৮ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘নবাব এলএল.বি’র ২ পার্ট নিয়ে যা বললেন নির্মাতা!

পোস্ট হয়েছে : ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে (ইন্টারনেট থিয়েটার) মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘নবাব এলএল.বি’। মুক্তির পর ছবিটিনি নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা।

পূর্ব কোনো ঘোষণা ছাড়াই কেন ছবিটির অর্ধেক দেখানো হয়েছে বা কেন এটি দুই খণ্ডে প্রকাশিত হচ্ছে-এ নিয়ে মিডিয়া পাড়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। আলোচনা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

চারিদিকে এমন তুমুল সমালোচনার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ছবিটির পরিচালক ও আই থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনন্য মামুন।

তিনি বলেন, প্রথমত ছবিটি ‘অর্ধেক’ বললে ভুল হবে। এটি এক গল্পের দুটি ভাগ। যেমনটি আমরা “বাহুবলী” ছবিতে দেখেছি। ছবির প্রথম খণ্ডে একটি গল্প দেখানো হয়েছে আর দ্বিতীয়টিতে ছবির এন্ডিং টানা হয়েছে।

ঠিক তেমনি আমার ‘নবাব এলএল.বি’ ছবিটিও। এর প্রথম খণ্ডে শাকিব খান একজন ভবঘুরে। আর দ্বিতীয় কিস্তিতে তার দেখা মিলবে আইনজীবী হিসেবে। এটা একটা টুইস্ট।

মামুন বলেন, তাছাড়া আমি কি আমার ব্যবসায়িক পলিসি সবাইকে আগে জানিয়ে দেব? মোটেই নয়। আমরা একই টিকিটে ছবির সিক্যুয়েলও দেখাচ্ছি।

তিনি বলেন, যদি পরবর্তী পর্বের জন্য আলাদা চার্জ করা হতো, তাহলে সেটা প্রতারণা হতো। আমরা তো পূর্বের টিকিটেই আগামী ১ জানুয়ারি একই থিয়েটারে ছবিটি দেখা যাবে।

নির্মাতার মতে, ছবি নিয়ে সমালোচনা হচ্ছে আক্ষেপ থেকে। দ্বিতীয় খণ্ড দেখার আক্ষেপ। বিষয়টিকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন। ছবির গল্প ও দৈর্ঘে্যর কারণেই এটিকে দুই কিস্তিতে নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ আরও অনেকেই অভিনয় করেছেন।

বিজনেস আওয়ার/১৮ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: