বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৩-১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮২টি বা ৪৯.৮৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট্ দর কমেছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর কমেছে আমান ফিডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আমান ফিডের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে ছিল ৩৩ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৭.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫.৯০ টাকা বা ১৭.৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে আমান ফিড ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে এসেছে।
ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এস্কয়ার নিটের ১৩.৮২ শতাংশ, কেয়া কসমেটিকসের ১১.৭৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১০.৬৭ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৮.৪৮ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালসের ৮.৩৩ শতাংশ, গোল্ডেন সনের ৭.৮৯ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.৬৪ শতাংশ, ডেফোডিল কম্পিউটার্সের ৭.৪৮ শতাংশ ও আফতাব অটোমোবাইলসের ৭.১৯ শতাংশ দর কমেছে।
বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২০/এস