স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ সালাহ-রবার্তো ফিরমিনোদের গোল উৎসবে ৭-০ গোলে বিধ্বস্ত হলো ক্রিস্টাল প্যালেস। আর এই জয়ে বড়দিনের সময় নিজেদের শীর্ষেই রাখছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা
খেলা শুরুর মাত্র তিন মিনিটের মাথাত মিনামিনোর গোলে এগিয়ে যায় অলরেডরা। প্রিমিয়ার লিগে নিজের ১৮তম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন জাপানের এই ফরোয়ার্ড।
এরপর দ্বিতীয় গোল আসে ম্যাচের ৩৫তম মিনিটে। ফিরমিনোর বাড়ানো বল ডি-বক্সে পেয়ে শরীরটা ঘুরিয়ে নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে।
প্রথমার্ধ শেষের সামান্য কিছু সময় আগে প্রতি আক্রমণে স্কোরলাইন ৩-০ করে অল রেডসরা। অ্যান্ড্রু রবার্টসনের ক্রস ডি বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে পায়ের টোকায় জাল খুঁজে নেন ফিরমিনো। বিজ্ঞাপন
বিরতি থেকে ফিরে আরও ভয়ংকর হয়ে ওঠে রেডসরা। বিরতির পর খেলা ফেরার সাত মিনিটের মাগথাত ব্যবধান ৪-০ করেন লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন।
৬৮তম মিনিটে পাল্টা আক্রমণে আরেকটি দারুণ গোল করেন ফিরমিনো। ডান দিক থেকে সালাহর বাড়ান বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
শেষ দিকে মাত্র চার মিনিটে দুটি গোল করেন সালাহ। ৮১তম মিনিটে হেডে বল জালে পাঠানোর পর দ্বিতীয় গোলটি করেন ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে।
প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ৯টি জয় ও ৪টি ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। ১৮ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে ক্রিস্টাল। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহাম হটস্পার্স।
বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২০/এ