ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’

  • পোস্ট হয়েছে : ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
  • 52

বিনোদন ডেস্ক : গত রোজার ঈদে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে মুক্তি পায়নি ‘মিশন এক্সট্রিম’ ছবিটি। তবে অবশেষে মুক্তির দিনক্ষণ চুড়ান্ত হলো। সেই সঙ্গে অবমুক্ত করা হলো এর দ্বিতীয় পোস্টার। আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির প্রথম খণ্ড।

বৃহত পটভূমীর ওপর নির্মিত বিগ বাজেটের ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি দুই খণ্ডের সিক্যুয়েল। তবে যথাযথ নির্মাণ কৌশল অবলম্বন করায় দর্শকরা প্রতিটি খণ্ডেই একটি পূর্ণাঙ্গ সিনেমার আমেজ পাবেন। প্রথম খণ্ডের মিশন যেখানে শেষ সেখান থেকেই শুরু হয় দ্বিতীয় খণ্ডের এক্সট্রিম মিশন।

এ বিষয়ে ছবির অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার বলেন, ঈদের সিনেমা বলতে আমরা বুঝি বছরের সব থেকে বড় সিনেমাটি, যার মধ্যে থাকবে প্রতিটি দর্শকের আকাঙ্ক্ষা পূরণের নিশ্চয়তা। প্রতিবেশী দেশেও বিগ বাজেটের সিনেমাগুলো তাদের বড় বড় উৎসবে মুক্তি পায়। সে হিসেবে মিশন এক্সট্রিম এ দেশে ঈদের মত বড় উৎসবে মুক্তি পাওয়ার মত একটি সিনেমা।’

সিনেমার অপর পরিচালক ফয়সাল আহমেদ বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে এবার ঈদে মিশন এক্সট্রিম মুক্তি পাবার কিছুদিন পর মিশন এক্সট্রিম-২ মুক্তি দেওয়া হবে।’ ঢাকা অ্যাটাক টিমের পরবর্তী প্রজেক্ট হিসেবে মিশন এক্সট্রিম’র ঘোষণা দেওয়া হয়।

সিনেমাটির নায়ক আরিফিন শুভ বলেন, অনেকটা সময় পাড়ি দিয়ে আমরা আবার হলমুখী হচ্ছি। এটি চলচ্চিত্রের দর্শক, কলাকুশলী এবং নির্মাতাসহ সকলের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি ক্ষণ। আমার ধারণা, মিশন এক্সট্রিম ঈদে মুক্তির মাধ্যমে এই হলমুখী স্রোতকে আরও বেগবান করবে যা পুরো চলচ্চিত্র শিল্পের জন্য একটি আশীর্বাদ।

সানী সানোয়ারের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমার শুটিং শুরু হয় ২০১৯ সালের মার্চ মাসে। মাইম মাল্টিমিডিয়া এবং ঢাকা ডিটেকটিভ ক্লাব সহযোগী প্রযোজক হিসেবে যুক্ত থেকে সিনেমার দুটি খণ্ড নির্মাণ করেছে।

বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঈদে মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’

পোস্ট হয়েছে : ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : গত রোজার ঈদে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে মুক্তি পায়নি ‘মিশন এক্সট্রিম’ ছবিটি। তবে অবশেষে মুক্তির দিনক্ষণ চুড়ান্ত হলো। সেই সঙ্গে অবমুক্ত করা হলো এর দ্বিতীয় পোস্টার। আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির প্রথম খণ্ড।

বৃহত পটভূমীর ওপর নির্মিত বিগ বাজেটের ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি দুই খণ্ডের সিক্যুয়েল। তবে যথাযথ নির্মাণ কৌশল অবলম্বন করায় দর্শকরা প্রতিটি খণ্ডেই একটি পূর্ণাঙ্গ সিনেমার আমেজ পাবেন। প্রথম খণ্ডের মিশন যেখানে শেষ সেখান থেকেই শুরু হয় দ্বিতীয় খণ্ডের এক্সট্রিম মিশন।

এ বিষয়ে ছবির অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার বলেন, ঈদের সিনেমা বলতে আমরা বুঝি বছরের সব থেকে বড় সিনেমাটি, যার মধ্যে থাকবে প্রতিটি দর্শকের আকাঙ্ক্ষা পূরণের নিশ্চয়তা। প্রতিবেশী দেশেও বিগ বাজেটের সিনেমাগুলো তাদের বড় বড় উৎসবে মুক্তি পায়। সে হিসেবে মিশন এক্সট্রিম এ দেশে ঈদের মত বড় উৎসবে মুক্তি পাওয়ার মত একটি সিনেমা।’

সিনেমার অপর পরিচালক ফয়সাল আহমেদ বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে এবার ঈদে মিশন এক্সট্রিম মুক্তি পাবার কিছুদিন পর মিশন এক্সট্রিম-২ মুক্তি দেওয়া হবে।’ ঢাকা অ্যাটাক টিমের পরবর্তী প্রজেক্ট হিসেবে মিশন এক্সট্রিম’র ঘোষণা দেওয়া হয়।

সিনেমাটির নায়ক আরিফিন শুভ বলেন, অনেকটা সময় পাড়ি দিয়ে আমরা আবার হলমুখী হচ্ছি। এটি চলচ্চিত্রের দর্শক, কলাকুশলী এবং নির্মাতাসহ সকলের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি ক্ষণ। আমার ধারণা, মিশন এক্সট্রিম ঈদে মুক্তির মাধ্যমে এই হলমুখী স্রোতকে আরও বেগবান করবে যা পুরো চলচ্চিত্র শিল্পের জন্য একটি আশীর্বাদ।

সানী সানোয়ারের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমার শুটিং শুরু হয় ২০১৯ সালের মার্চ মাসে। মাইম মাল্টিমিডিয়া এবং ঢাকা ডিটেকটিভ ক্লাব সহযোগী প্রযোজক হিসেবে যুক্ত থেকে সিনেমার দুটি খণ্ড নির্মাণ করেছে।

বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: