ঢাকা , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লা মেরিডিয়ানের ডাইরেক্ট লিস্টিং নিয়ে আইসিবি ক্যাপিটালের কাণ্ড

  • পোস্ট হয়েছে : ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক : বেস্ট হোল্ডিংস (হোটেল লা মেরিডিয়ান) শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিং হওয়ার জন্য কয়েক মাস ধরে প্রক্রিয়াধীন রয়েছে। এ কাজের অংশ হিসেবে স্টক এক্সচেঞ্জে ফাইল দাখিলের শুরু থেকেই ইস্যু ম্যানেজার হিসেবে রেস পোর্টফোলিও অ্যান্ড ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছে বলে সব জায়গায় আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের নাম ব্যবহার করা হচ্ছে। এতে শুরু থেকে কোন সমস্যা ছিল না আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের। তবে ডাইরেক্ট লিস্টিং নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজের অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কিছু বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব ও তা গণমাধ্যমে প্রকাশের পরেই বিতর্ক থেকে নিজেদের রক্ষা পেতে কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে না বলে দাবি করেছে আইসিবি ক্যাপিটাল।

অথচ লা মেরিডিয়ানের শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিং নিয়ে ইস্যু ম্যানেজমেন্টের কাজ করার জন্য গত ১৬ নভেম্বর ইচ্ছা প্রকাশ করে চিঠি দেয় আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। হোটেলটির ব্যবস্থাপনা পরিচালকের বরাবর পাঠানো চিঠিতে সাক্ষর করেন আইসিবি ক্যাপিটালের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) শুক্লা দাস।

চিঠিতে ইস্যু ম্যানেজমেন্ট ফি হিসেবে ইস্যু আকারের উপর ০.২০ শতাংশ হারে বা ৫০ লাখ টাকার মধ্যে যেটা বড় হয়, সেটা চাওয়া হয়।

এরপরের দিন (১৭ নভেম্বর) ইস্যু ম্যানেজমেন্ট হিসেবে নিয়োগ দিয়ে কাজ শুরু করার জন্য আইসিবি ক্যাপিটালের সিইও বরাবর চিঠি দেন লা মেরিডিয়ানের চেয়ারম্যান আহমদ। তিনি চিঠিতে বলেন, আইসিবি ক্যাপিটালের প্রস্তাব যাচাই শেষে কোম্পানির ম্যানেজমেন্ট ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দিতে সম্মত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, লা মেরিডিয়ানের ডাইরেক্ট লিস্টিংয়ের প্রক্রিয়া দ্রুত করার জন্য বিদ্যমান ইস্যু ম্যানেজার রেস পোর্টফোলিও অ্যান্ড ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করার জন্য। এর পরবর্তীতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ইস্যু ম্যানেজমেন্টের দায়িত্বপালন বিষয়ে নিয়ম মাফিকভাবে চলছিলো।

তবে এখন লা মেরিডিয়ানের ডাইরেক্ট লিস্টিং নিয়ে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ডিগবাজি দিয়েছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। কোম্পানিটির ডাইরেক্ট লিস্টিং প্রক্রিয়া নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কিছু বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব ও তা গণমাধ্যমে প্রকাশের পরেই অবস্থান পাল্টে ফেলে আইসিবি ক্যাপিটাল।

বিভিন্ন গণমাধ্যমে লা মেরিডিয়ানের ডাইরেক্ট লিস্টিংয়ের প্রক্রিয়া নিয়ে বিএসইসিএর ব্যাখ্যার বিষয়টির পাশাপাশি ইস্যু ম্যানেজার হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের নামও প্রকাশ করা হয়। তবে এর প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমকে চিঠি দিয়েছে আইসিবি ক্যাপিটাল কর্তৃপক্ষ।

তাদের দাবি, লা মেরিডিয়ানের ডাইরেক্ট লিস্টিংয়ে ইস্যু ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেনি এবং এ সংশ্লিষ্ট কোন চুক্তি করা হয়নি।

বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২০/এসআই

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লা মেরিডিয়ানের ডাইরেক্ট লিস্টিং নিয়ে আইসিবি ক্যাপিটালের কাণ্ড

পোস্ট হয়েছে : ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : বেস্ট হোল্ডিংস (হোটেল লা মেরিডিয়ান) শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিং হওয়ার জন্য কয়েক মাস ধরে প্রক্রিয়াধীন রয়েছে। এ কাজের অংশ হিসেবে স্টক এক্সচেঞ্জে ফাইল দাখিলের শুরু থেকেই ইস্যু ম্যানেজার হিসেবে রেস পোর্টফোলিও অ্যান্ড ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছে বলে সব জায়গায় আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের নাম ব্যবহার করা হচ্ছে। এতে শুরু থেকে কোন সমস্যা ছিল না আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের। তবে ডাইরেক্ট লিস্টিং নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজের অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কিছু বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব ও তা গণমাধ্যমে প্রকাশের পরেই বিতর্ক থেকে নিজেদের রক্ষা পেতে কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে না বলে দাবি করেছে আইসিবি ক্যাপিটাল।

অথচ লা মেরিডিয়ানের শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিং নিয়ে ইস্যু ম্যানেজমেন্টের কাজ করার জন্য গত ১৬ নভেম্বর ইচ্ছা প্রকাশ করে চিঠি দেয় আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। হোটেলটির ব্যবস্থাপনা পরিচালকের বরাবর পাঠানো চিঠিতে সাক্ষর করেন আইসিবি ক্যাপিটালের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) শুক্লা দাস।

চিঠিতে ইস্যু ম্যানেজমেন্ট ফি হিসেবে ইস্যু আকারের উপর ০.২০ শতাংশ হারে বা ৫০ লাখ টাকার মধ্যে যেটা বড় হয়, সেটা চাওয়া হয়।

এরপরের দিন (১৭ নভেম্বর) ইস্যু ম্যানেজমেন্ট হিসেবে নিয়োগ দিয়ে কাজ শুরু করার জন্য আইসিবি ক্যাপিটালের সিইও বরাবর চিঠি দেন লা মেরিডিয়ানের চেয়ারম্যান আহমদ। তিনি চিঠিতে বলেন, আইসিবি ক্যাপিটালের প্রস্তাব যাচাই শেষে কোম্পানির ম্যানেজমেন্ট ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দিতে সম্মত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, লা মেরিডিয়ানের ডাইরেক্ট লিস্টিংয়ের প্রক্রিয়া দ্রুত করার জন্য বিদ্যমান ইস্যু ম্যানেজার রেস পোর্টফোলিও অ্যান্ড ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করার জন্য। এর পরবর্তীতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ইস্যু ম্যানেজমেন্টের দায়িত্বপালন বিষয়ে নিয়ম মাফিকভাবে চলছিলো।

তবে এখন লা মেরিডিয়ানের ডাইরেক্ট লিস্টিং নিয়ে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ডিগবাজি দিয়েছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। কোম্পানিটির ডাইরেক্ট লিস্টিং প্রক্রিয়া নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কিছু বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব ও তা গণমাধ্যমে প্রকাশের পরেই অবস্থান পাল্টে ফেলে আইসিবি ক্যাপিটাল।

বিভিন্ন গণমাধ্যমে লা মেরিডিয়ানের ডাইরেক্ট লিস্টিংয়ের প্রক্রিয়া নিয়ে বিএসইসিএর ব্যাখ্যার বিষয়টির পাশাপাশি ইস্যু ম্যানেজার হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের নামও প্রকাশ করা হয়। তবে এর প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমকে চিঠি দিয়েছে আইসিবি ক্যাপিটাল কর্তৃপক্ষ।

তাদের দাবি, লা মেরিডিয়ানের ডাইরেক্ট লিস্টিংয়ে ইস্যু ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেনি এবং এ সংশ্লিষ্ট কোন চুক্তি করা হয়নি।

বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২০/এসআই

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: