ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিশ্বে শনাক্ত ৭ কোটি ৭১ লাখ, মৃত্যু প্রায় ১৭ লাখ

  • পোস্ট হয়েছে : ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • 85

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনাভাইরাসে শনাক্ত রোগীর ৭ কোটি ৭১ লাখ ছাড়িয়েছে। আর এই ভারাসে প্রায় ১৭ লাখ লোক মারা গেছেন। করোনা ভাইরাস নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যে জানা গেছে, সোমবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বে করোনায় শনাক্ত দাঁড়িয়েছে ৭ কোটি ৭১ লাখ ৬৭ হাজার ২৭ জন। একই সময় ১৬ লাখ ৯৯ হাজার ৪৯৮ জন মারা গেছেন। আর এ ভাইরাস থেকে এখন পর্যন্ত বিশ্বে ৫ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ৯৭৩ জন মানুষ সুস্থ হয়েছেন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৫৭৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ২৪ হাজার ৮৬৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থান থাকা ভারতে করোনায় শনাক্ত হয়েছে ১ কোটি ৫৬ হাজার ২৪৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৮৪৩ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৭২ লাখ ৩৮ হাজার ৬০০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৭৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। আর্জেন্টিনা দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’।

গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিজনেস আওয়ার/২১ ডিসেম্বর, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনায় বিশ্বে শনাক্ত ৭ কোটি ৭১ লাখ, মৃত্যু প্রায় ১৭ লাখ

পোস্ট হয়েছে : ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনাভাইরাসে শনাক্ত রোগীর ৭ কোটি ৭১ লাখ ছাড়িয়েছে। আর এই ভারাসে প্রায় ১৭ লাখ লোক মারা গেছেন। করোনা ভাইরাস নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যে জানা গেছে, সোমবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বে করোনায় শনাক্ত দাঁড়িয়েছে ৭ কোটি ৭১ লাখ ৬৭ হাজার ২৭ জন। একই সময় ১৬ লাখ ৯৯ হাজার ৪৯৮ জন মারা গেছেন। আর এ ভাইরাস থেকে এখন পর্যন্ত বিশ্বে ৫ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ৯৭৩ জন মানুষ সুস্থ হয়েছেন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৫৭৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ২৪ হাজার ৮৬৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থান থাকা ভারতে করোনায় শনাক্ত হয়েছে ১ কোটি ৫৬ হাজার ২৪৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৮৪৩ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৭২ লাখ ৩৮ হাজার ৬০০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৭৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। আর্জেন্টিনা দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’।

গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিজনেস আওয়ার/২১ ডিসেম্বর, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: