বিজনেস আওয়ার প্রতিবেদক : মঙ্গলবার (২২ ডিসেম্বর) কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা এবং বেশ কিছু অনলাইন নিউজপোর্টালে সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিঃ (সিসিবিএল) এর পরিচালক পদে মোঃ রকিবুর রহমানের নিয়োগ নিয়ে কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যা ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড কর্তৃপক্ষের দৃষ্টি গোচরে এসেছে। যা নিয়ে ব্যাখ্যা প্রদান করেছে তারা।
ব্যাখ্যায় ডিএসই জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট) বিধিমালা, ২০১৭ এর তফসীল ২ এর বিধি ১৮(চ) অনুসারে কোন ট্রেডিং পার্টিসিপেন্টস অথবা তাদের প্রতিনিধি সিসিবিএল এর পরিচালক হতে পারবে না। ডিএসই’র পরিচালক জনাব মোঃ রকিবুর রহমান ডিএসইর ট্রেকহোল্ডার এবং শেয়ারহোল্ডার উভয় প্রতিনিধি ছিলেন। পরবর্তীতে তিনি ট্রেকহোল্ডার প্রতিনিধির দায়িত্ব ডিএসই’র নিয়মানুযায়ী হস্তান্তর করেন। উক্ত পরিবর্তনের ফলে জনাব রহমান বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের শুধুমাত্র শেয়ারহোল্ডার প্রতিনিধি, ট্রেকহোল্ডার প্রতিনিধি নন। ডিএসই’র পূর্বতন পরিচালনা পর্ষদ ২ জন শেয়ারহোল্ডার পরিচালককে সিসিবিএল এর পরিচালনা পর্ষদে ডিএসই প্রতিনিধি হিসাবে মনোনীত করেন। উক্ত মনোনয়নের প্রেক্ষিতে মোঃ রকিবুর রহমান সিসিবিএলের পরিচালক হিসেবে বিএসইসির অনুমোদন সাপেক্ষে দায়িত্বরত আছেন।
বিজনেস আওয়ার/২২ ডিসেম্বর, ২০২০/আরএ