বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে কৌশলগত বিনিয়োগকারীর (সবচেয়ে বড় শেয়ারহোল্ডার) মতামতকে উপেক্ষা করেছে স্টক এক্সচেঞ্জটির কর্তৃপক্ষ। কৌশলগত বিনিয়োগকারীর মতামত দেওয়া অযোগ্য ব্যক্তিকে মনোনিত করেছে ডিএসই।
ডিএসইর ১৮০০ কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সবচেয়ে বড় মালিকানা রয়েছে চায়না কনসোর্টিয়াম সাংহাই স্টক এক্সচেঞ্জ ও সেনজেন কনসোর্টিয়ামের হাতে। এই দুই প্রতিষ্ঠানের হাতে ডিএসইর মালিকানা ২৫ শতাংশ।
বর্তমানে কৌশলগত বিনিয়োগকারীর পক্ষে শাই ওয়েনহাই ডিএসইর পরিচালকের দায়িত্ব পালন করছেন। তবে এমডি নিয়োগে তার মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি।
ডিএসইর নতুন এমডি হিসেবে মনোনিত করা সিটি ব্যাংকের চিফ কান্ট্রি কমপ্লায়েন্স অফিসার (সিসিসিও) ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং অফিসার (সিএএমএলও) এম আশিক রহমানকে যোগ্য মনে করেনি শাই ওয়েনহাই। কারন হিসেবে তিনি বলেছেন, বাংলাদেশের শেয়ারবাজার নিয়ে তার অভিজ্ঞতা নেই। বরং আশিক রহমান প্রধান নিয়ন্ত্রন কর্মকর্তা (সিআরও) হিসেবে যোগ্য।
আশিক রহমানকে এমডি নিয়োগের জন্য মনোনিত করতে পর্ষদকে প্রভাবিত করার অভিযোগ আছে এক শেয়ারহোল্ডার পরিচালকের বিরুদ্ধে। যার সঙ্গে ওই পরিচালকের ছেলের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। যিনি এর আগে কাজী সানাউল হককে নিয়োগের জন্যও উঠে পড়ে লেগেছিলেন। যিনি ব্যর্থতার দায়ে গত ৮ অক্টোবর পদত্যাগ করেছেন। কিন্তু সততা নিয়ে কোন প্রশ্ন ছিল না।
আরও পড়ুন……
ডিএসইর এমডি হওয়ার দৌড়ে এগিয়ে অভিজ্ঞতায় পিছিয়ে থাকা আশিক
বিজনেস আওয়ার/২৩ ডিসেম্বর, ২০২০/আরএ