ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে অপহরণের ৮ ঘণ্টা পর সিপিপির স্বেচ্ছাসেবক উদ্ধার

  • পোস্ট হয়েছে : ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক (কক্সবাজার) : কক্সবাজারে অপহরণের আট ঘণ্টা পর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক মোহাম্মদ হোসেনকে (৩৬) উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে উদ্ধার করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এর আগে বিকাল ৫টার দিকে শফিউল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে অপহরণ করা হয়। রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. হেমায়েতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকাল ৫টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে সিপিপি মোহাম্মদ হোসেনকে অপহরণ করে রোহিঙ্গারা। এর পর স্বজনদের কাছ থেকে মোবাইল ফোনে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পর থেকে তাকে উদ্ধারে নানামুখী তৎপরতা শুরু করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টায় ৮ ঘণ্টার মাথায় উদ্ধার করতে সক্ষম হই। অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দোজা বলেন, ঘটনাটি সম্পর্কে এখনও কিছু বলা যাবে না, পরে বিস্তারিত জানানো হবে।

ভিকটিম মোহাম্মদ হোসেন উখিয়ার বাসিন্দা এবং কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিয়োজিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

বিজনেস আওয়ার/২৪ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কক্সবাজারে অপহরণের ৮ ঘণ্টা পর সিপিপির স্বেচ্ছাসেবক উদ্ধার

পোস্ট হয়েছে : ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক (কক্সবাজার) : কক্সবাজারে অপহরণের আট ঘণ্টা পর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক মোহাম্মদ হোসেনকে (৩৬) উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে উদ্ধার করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এর আগে বিকাল ৫টার দিকে শফিউল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে অপহরণ করা হয়। রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. হেমায়েতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকাল ৫টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে সিপিপি মোহাম্মদ হোসেনকে অপহরণ করে রোহিঙ্গারা। এর পর স্বজনদের কাছ থেকে মোবাইল ফোনে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পর থেকে তাকে উদ্ধারে নানামুখী তৎপরতা শুরু করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টায় ৮ ঘণ্টার মাথায় উদ্ধার করতে সক্ষম হই। অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দোজা বলেন, ঘটনাটি সম্পর্কে এখনও কিছু বলা যাবে না, পরে বিস্তারিত জানানো হবে।

ভিকটিম মোহাম্মদ হোসেন উখিয়ার বাসিন্দা এবং কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিয়োজিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

বিজনেস আওয়ার/২৪ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: