বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূণ্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর হলো : রবি, শাইনপুকুর সিরামিক, প্রাইম ফাইন্যান্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, আরামিট সিমেন্ট এবং কেয়া কসমেটিকস।
জানা গেছে, আজ রবি আজিয়াটার শেয়ার লেনদেন শুরু হয়েছে। ১০ টাকার শেয়ার প্রথম দিন ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়ে ১৫ টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে কোম্পানিটির শেয়ারে কোনো বিক্রেতা নেই।
শাইনপুকুর সিরামিক : বুধবার শাইনপুকুর সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৯.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।
প্রাইম ফাইন্যান্স : বুধবার প্রাইম ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স : বুধবার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৭.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে।
লংকাবাংলা ফাইন্যান্স : বুধবার লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২২ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৫৮ শতাংশ বেড়েছে।
আরামিট সিমেন্ট : বুধবার আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৭.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ৯.৫৮ শতাংশ বেড়েছে।
কেয়া কসমেটিকস : বুধবার কেয়া কসমেটিকসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ৯.২৫ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/২৪ ডিসেম্বর, ২০২০/এস