ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

  • পোস্ট হয়েছে : ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
  • 58

বিজনেস আওয়ার প্রতিবেদক (ময়মনসিংহ) : ময়মনসিংহ সীমান্তে বিএসএফের গুলিতে খাইরুল নামের এক গরু ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪নং মেইন পিলার সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন খাইরুল। খাইরুল ইসলাম উপজেলার গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

খবর পেয়ে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে খাইরুল মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার উমর ফারুক বলেন, খাইরুল গরু আনার উদ্দেশ্যে সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ তাকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খাইরুল তার ভাই দুলালের কাছে বলে গেছেন গরু আনতে গেলে বিএসএফ তাকে গুলি করে।

তিনি বলেন, বুধবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় পতাকা বৈঠকে বিএসএফ গুলি করার বিষয়টি অস্বীকার করেছেন। আবার বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে বিএসএফের সাথে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে কখন বিএসএফের সাথে পতাকা বৈঠক হবে। তার সময় এখনো নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খাইরুল ইসলাম নামের গুলিবিদ্ধ গরু ব্যবসায়ীর লাশ থানায় নিয়ে আসা হয়। লাশ ময়নাতদন্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/২৪ ডিসেম্বর, ২০২০/এমএস/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ময়মনসিংহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

পোস্ট হয়েছে : ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক (ময়মনসিংহ) : ময়মনসিংহ সীমান্তে বিএসএফের গুলিতে খাইরুল নামের এক গরু ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪নং মেইন পিলার সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন খাইরুল। খাইরুল ইসলাম উপজেলার গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

খবর পেয়ে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে খাইরুল মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার উমর ফারুক বলেন, খাইরুল গরু আনার উদ্দেশ্যে সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ তাকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খাইরুল তার ভাই দুলালের কাছে বলে গেছেন গরু আনতে গেলে বিএসএফ তাকে গুলি করে।

তিনি বলেন, বুধবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় পতাকা বৈঠকে বিএসএফ গুলি করার বিষয়টি অস্বীকার করেছেন। আবার বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে বিএসএফের সাথে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে কখন বিএসএফের সাথে পতাকা বৈঠক হবে। তার সময় এখনো নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খাইরুল ইসলাম নামের গুলিবিদ্ধ গরু ব্যবসায়ীর লাশ থানায় নিয়ে আসা হয়। লাশ ময়নাতদন্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/২৪ ডিসেম্বর, ২০২০/এমএস/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: