বিজনেস আওয়ার প্রতিবেদক (কক্সবাজার) : কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদক মামলায় র্যাবের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর আদালতে নারাজি দিয়েছেন বাদীপক্ষ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে এ মামলার শুনানি হয়। আবেদনটি আমলে নিয়ে শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
এ প্রসঙ্গে শিপ্রার আইনজীবী অরূপ বড়ুয়া তপু বলেন, মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দিয়েছেন। আদালত দুই পক্ষের শুনানি শেষে আদেশ অপেক্ষমান রেখেছেন এবং শিপ্রার স্থায়ী জামিন আদেশ দেন।
শিপ্রা দেবনাথ সাংবাদিকদের বলেন, এটি পুলিশের একটি সাজানো মামলা ছিলো। যা হওয়ার তাই হয়েছে। এখানে সন্তুষ্টির কিছু নেই। আদালতের কাছে সুষ্ঠু বিচার চাই।
উল্লেখ্য, চলতি বছরের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হন। এর পর পরই হিমছড়ির নীলিমা রিসোর্ট থেকে সিনহার ভিডিও চিত্র ধারণের সহযোগী শিপ্রাকে ধরে নিয়ে রামু থানায় মাদক মামলা দেন।
পরবর্তীতে এই মামলার তদন্তভার র্যাবের কাছে দেওয়া হয়। সম্প্রতি এ মামলায় শিপ্রা ও সিফাতের সম্পৃক্ততা নেই উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত সংস্থা র্যাব।
বিজনেস আওয়ার/২৪ ডিসেম্বর, ২০২০/এ