বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি আছেন দেশের খ্যাতিমান নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
জিনাত বরকতুল্লাহর মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মায়ের জন্য সবার দোয়া চেয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে বিজরী লিখেছেন, আমার মা গুরুতর অবস্থায় আইসিইউতে ভেন্টিলেশনে রয়েছেন। সবাইকে আমার মায়ের জন্য প্রার্থনা করার অনুরোধ করছি। মহান সৃষ্টিকর্তা আমার মায়ের প্রতি দয়া করুন, তাঁকে সুস্থ করে দিন।
জানা গেছে, জিনাত বরকতউল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ২২ ডিসেম্বর হাসপাতালে নেওয়া হয়। এর আগে তিনি করোনায় আক্রান্ত হন।
উল্লেখ্য, জিনাত বরকতউল্লাহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের অন্তর্ভুক্ত প্রোডাকশন বিভাগের পরিচালক হিসেবে ২৭ বছর কর্মরত ছিলেন। নৃত্যশিল্পে অবদানের জন্য ২০১৮ সালে পেয়েছেন শিল্পকলা একাডেমি পদক।
বিজনেস আওয়ার/২৭ ডিসেম্বর, ২০২০/এ