স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শেষ ম্যাচটি জিততে পারল না লিভারপুল। ঘরের মাঠে তুলনামূলক দুর্বল দল ওয়েস্ট ব্রম ললরেডদের রুখে দিয়েছে। এই ম্যাচটি জিততে না পারলেও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছে লিভারপুল। বছরশেষে তারাই থাকবে শীর্ষে। লিগের ১৫ ম্যাচ শেষে ৯ জয় ও ৫ ড্র’তে তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট।
রোববার রাতে ম্যাচের ১২ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে গিয়েছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এরপর প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে অল রেডসরা। তবে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় দলটিকে। বিরতি থেকে ফিরেও ম্যাচের নিয়ন্ত্রণে থাকে চ্যাম্পিয়নরা। একের পর এক আক্রমণে ব্যবধান বাড়ানোর প্রচেষ্টা। তবে কিছুতেই আসছিল না কোনো ফলাফল।
উল্টো ম্যাচের ৮২ মিনিটে ম্যাথিউস পেরেইরার অ্যাসিস্ট থেকে অ্যানফিল্ডে ওয়েস্ট ব্রুমকে সমতায় ফেরান সেমি আজাইয়া। সমতায় ফেরার পর আবারও লিড নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে লিভারপুল। কিন্তু শেষ পর্যন্ত অ্যানফিল্ড থেকে এক পয়েন্ট নিয়ে ফেরে ওয়েস্ট ব্রুম। ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।
বিজনেস আওয়ার/২৮ ডিসেম্বর, ২০২০/এ