ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মিলতে পারেন শ্রাবন্তী-রোশন!

  • পোস্ট হয়েছে : ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
  • 75

বিনোদন ডেস্ক : দুই তরফ থেকেই সংসারে আগুন লেগেছিল। যার ফলাফল বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ফাটল তারকা দম্পতির মধ্যে। কিন্তু এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম বলছে, বরফ গলছে দুই তরফেই।

নতুন বছরে আবার কি মিলবেন রোশন-শ্রাবন্তী? তার সম্ভাবনা নাকি অনেকখানিই। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় একের পর এক পোস্ট দিয়ে ফের শ্রাবন্তীর দিকে হাত বাড়িয়ে দিয়েছেন রোশন। সেই ডাকে একটু একটু করে সাড়া দিচ্ছেন শ্রাবন্তীও।

দিন কয়েক আগের পোস্টে রোশনকে নীরবতার মর্ম বুঝিয়েছেন। রোশন যতখানি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন, অভিনেত্রী ততটাই নীরব। সবার মধ্যে একা দাঁড়িয়ে থাকা যুবকের ছবি পোস্ট করেন রোশন।

তার দিন দুই পরেই প্রয়াত বলিউড স্টার সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন। এই পোস্ট দেখে বিষণ্ণ নেটিজেনদের মনও। রোশনের এই পোস্টগুলো কি ছুঁয়ে গেছে শ্রাবন্তীকেও?

গানে গানে আশ্বস্ত করেছেন রোশনকে। ব্যাকগ্রাউন্ডে বেজেছে ‘চুরাকে দিল মেরা’ গান। সেই গানের বিশেষ অংশে লিপ সিঙ্কিং করেছেন অভিনেত্রী, ‘নেহি বেওয়াফা তুম ইয়ে মুঝকো খবর হ্যায়, বদলতি রুতমে মগর মুঝকো ডর হ্যায়’।

অর্থাৎ, রোশনের প্রতি ভালবাসা, আস্থা একেবারে হারিয়ে ফেলেননি শ্রাবন্তী! পাশাপাশি গানের এই বিশেষ অংশ বেছে নেওয়া, তাতে লিপ সিঙ্কিং এবং শ্রাবন্তীর অভিব্যক্তি-সব মিলিয়ে ইতিবাচক কিছুই খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।

বিজনেস আওয়ার/২৮ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দূর্নীতিগ্রস্থ বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

মিলতে পারেন শ্রাবন্তী-রোশন!

পোস্ট হয়েছে : ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

বিনোদন ডেস্ক : দুই তরফ থেকেই সংসারে আগুন লেগেছিল। যার ফলাফল বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ফাটল তারকা দম্পতির মধ্যে। কিন্তু এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম বলছে, বরফ গলছে দুই তরফেই।

নতুন বছরে আবার কি মিলবেন রোশন-শ্রাবন্তী? তার সম্ভাবনা নাকি অনেকখানিই। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় একের পর এক পোস্ট দিয়ে ফের শ্রাবন্তীর দিকে হাত বাড়িয়ে দিয়েছেন রোশন। সেই ডাকে একটু একটু করে সাড়া দিচ্ছেন শ্রাবন্তীও।

দিন কয়েক আগের পোস্টে রোশনকে নীরবতার মর্ম বুঝিয়েছেন। রোশন যতখানি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন, অভিনেত্রী ততটাই নীরব। সবার মধ্যে একা দাঁড়িয়ে থাকা যুবকের ছবি পোস্ট করেন রোশন।

তার দিন দুই পরেই প্রয়াত বলিউড স্টার সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন। এই পোস্ট দেখে বিষণ্ণ নেটিজেনদের মনও। রোশনের এই পোস্টগুলো কি ছুঁয়ে গেছে শ্রাবন্তীকেও?

গানে গানে আশ্বস্ত করেছেন রোশনকে। ব্যাকগ্রাউন্ডে বেজেছে ‘চুরাকে দিল মেরা’ গান। সেই গানের বিশেষ অংশে লিপ সিঙ্কিং করেছেন অভিনেত্রী, ‘নেহি বেওয়াফা তুম ইয়ে মুঝকো খবর হ্যায়, বদলতি রুতমে মগর মুঝকো ডর হ্যায়’।

অর্থাৎ, রোশনের প্রতি ভালবাসা, আস্থা একেবারে হারিয়ে ফেলেননি শ্রাবন্তী! পাশাপাশি গানের এই বিশেষ অংশ বেছে নেওয়া, তাতে লিপ সিঙ্কিং এবং শ্রাবন্তীর অভিব্যক্তি-সব মিলিয়ে ইতিবাচক কিছুই খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।

বিজনেস আওয়ার/২৮ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: