বিজনেস আওয়ার প্রতিবেদক : ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনিরুল মাওলা। আগামী বছরের প্রথমদিন ১ জানুয়ারি থেকে তার দায়িত্ব পালন শুরু হবে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ব্যাংক সুত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংক পাঁচ বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করেছে। গত ২৭ ডিসেম্বর তার এ নিয়োগ অনুমোদন করা হয়। মনিরুল মাওলা বর্তমান এমডি মো. মাহবুব উল আলমের স্থলাভিষিক্ত হবেন। তিনি এতদিন একই ব্যাংকে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, মোহাম্মদ মনিরুল মাওলা ১৯৬৩ সালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ১৯৮৩ সালে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৮৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালের ১৩ মার্চ প্রতিষ্ঠিত হওয়া ইসলামী ব্যাংকে মনিরুল মাওলা ১৯৮৬ সালের ৬ মার্চ কর্মজীবন শুরু করেন।
৩৫ বছরের কর্মজীবনে তিনি ইসলামী ব্যাংকের কক্সবাজার, চট্টগ্রামের আগ্রাবাদ, চৌমুহনী, পাহাড়তলী, হাটহাজারী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং ইনভেস্টমেন্ট কৌশলে বিশেষ অবদান রাখায় মোহাম্মদ মনিরুল মাওলা ২০০৪ ও ২০০৫ সালে ইসলামী ব্যাংকের বিশেষ সম্মাননা অর্জন করেন।
বিজনেস আওয়ার/২৮ ডিসেম্বর, ২০২০/এ