বিনোদন ডেস্ক : শিশুশিল্পী হিসেবে বড়পর্দায় অভিনয় করে কোটি ভক্তের হৃদয় জয় করা প্রার্থনা ফারদিন দীঘি এখন সিনেমার নায়িকা। ব্যস্ত সময় পার করছেন শুটিং নিয়ে। ছোটবেলায় মা চিত্রনায়িকা দোয়েলের হাত ধরে শুটিংয়ের সেটে যেতেন দীঘি।
কিন্তু ২০১১ সালে তার মা মারা যাওয়ার পর, কয়েকটি সিনেমার কাজ করেই বিরতিতে যান সবার প্রিয় দীঘি। ৮ বছর পর চলতি বছর থেকে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন দীঘি।
কিন্তু আজ (২৯ ডিসেম্বর) দীঘির মন ভালো নেই। মায়ের স্মৃতি তাকে আবেগাপ্লুত করেছে। কারণ আজকের এই দিনে মাকে হারিয়েছেন তিনি। মায়ের মৃত্যু দিবসে স্মৃতিকাতর হয়ে পড়েন দীঘি।
ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়ে দীঘি লেখেন, আজ আমার মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী। ৯ বছর হয়ে গেল মা তুমি আমার সঙ্গে নেই। আমি প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করি। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। সবাইকে অনুরোধ করছি, আমার মায়ের জন্য দোয়া করুন।
১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে দোয়েলের জন্ম। ১৯৮২ সালে চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় পা রাখেন দোয়েল। দোয়েল অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’।
বিজনেস আওয়ার/২৮ ডিসেম্বর, ২০২০/এ