বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে তেজিভাব বিরাজ করছে। টানা পাঁচ কার্যদিবস উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। শুধু উত্থানই নয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরপর তিন দিন বাজার মূলধনে রেকর্ড গড়েছে। সর্বশেষ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ডিএসইতে বাজার মূলধন এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ চার লাখ ৪৪ হাজার কোটি টাকার ঘরে পৌঁছেছে।
জানা গেছে, আজ ডিএসইর বাজার মূলধন ৪ লাখ ৪৪ হাজার ২০৩ কোটি ৬১ লাখ ৬৮ হাজার টাকা পৌঁছায়। যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ। আজ বাজার মূলধন ২ হাজার ৩৭৫ কোটি টাকা বেড়েছে।
এর আগে ২৮ ডিসেম্বর বাজার মূলধন ২ হাজার ৪৩০ কোটি টাকা বেড়ে ৪ লাখ ৪১ হাজার ৮২৮ কোটি ৪৪ লাখ ২৬ হাজার টাকায় পৌঁছায়। এদিনটিও বাজার মূলধন রেকর্ড পরিমাণে অবস্থান করে। আর ২৭ ডিসেম্বর ১৩ হাজার ৬০৩ কোটি টাকা বেড়ে বাজার মূলধন ৪ লাখ ৩৯ হাজার ৩৯৭ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকায় পৌঁছায়। যা ওই দিন পর্যন্ত সর্বোচ্চ অবস্থানে ছিল।
এর আগে ২০১৮ সালের ৩ জানুয়ারি সর্বোচ্চ বাজার মূলধন ছিল। ওইদিন ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৮ হাজার ৫০৯ কোটি ৫৫ লাখ টাকা।
আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৪.২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৮.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৮১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১২.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৩.৪৬ পয়েন্ট এবং ১৯৩৬.৫৭ পয়েন্টে। অপর সূচক সিডিএসইসি ১.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১১২.১১ পয়েন্টে।
এদিন ডিএসইতে ১ হাজার ৩৮২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৫ কোটি ৪৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ৩৪৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসইতে আজ ৩৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির বা ৩৫.৮১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৬৮টির বা ৪৬.২৯ শতাংশের এবং ৬৫টি বা ১৮.৯০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
বিজনেস আওয়ার/২৯ ডিসেম্বর, ২০২০/এস