বিজনেস আওয়ার প্রতিবেদক : আসছে জানুয়ারি মাসে দেশেজুড়ে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক কাউসার পারভীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যেহেতু কুয়াশা আছে, তাই শীত বেশি অনুভূত হচ্ছে। তাছাড়া আগামী দুদিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। এর পর আবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগসহ মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, দিনাজপুর, তেঁতুলিয়া, রাজারহাট, বরিশাল ও খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে এই শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। নদনদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
এদিকে গতকাল মঙ্গলবার সারা দেশে মৃদু থেকে মাঝারি আকারের কুয়াশা আচ্ছন্ন ছিল। দিনের বেলা সূর্যের দেখা মিললেও বিকালের পর থেকে শীত অনুভূত হয়।
বিজনেস আওয়ার/৩০ ডিসেম্বর, ২০২০/এ