স্পোর্টস ডেস্ক : নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বার্সার মাঠ ক্যাম্প ন্যু থেকে পয়েন্ট নিয়ে গেল এইবার। একদিকে স্কোয়াডে ছিলেননা দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি, অন্যদিকে মার্টিন ব্র্যাথওয়েটের পেনাল্টি মিস। যার খেসারত বার্সা দিল ১-১ সমতায় থেকে পয়েন্ট হারানোর মধ্য দিয়ে।
ক্লাবের ইতিহাসে ঘরের মাঠে কখনোই বার্সা এইবারের কাছে পয়েন্ট খোয়ায়নি। তবে সালটা যে ২০২০, তাই তো সবকিছু উলটে পালটে যাচ্ছে। এদিনও হলো সেটাই। ম্যাচের ৮ মিনিটের মাথায় বার্সা ডিফেন্ডার আরাহোকে ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি উপহার দেন। তবে স্পট কিক থেকে দলকে এগিয়ে নিয়ে ব্যর্থ বার্সা স্ট্রাইকার ব্র্যাথওয়েট।
পেনাল্টি মিস করলেও ম্যাচের ২৫ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ব্র্যাথওয়েট। কিন্তু তা অফসাইডে কাটা পড়ে যায়। আর শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতেই। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের মাথায় ম্যাচে এইবারকে লিড এনে দেন স্ট্রাইকার কিকে গার্সিয়া। আর ক্যাম্প ন্যুতে এগিয়ে যায় এইবার।
পিছিয়ে পড়ে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সা। অপেক্ষা খুব বেশি সময় করতে হয়নি কাতালান ক্লাবটিকে। ম্যাচের ৬৭ মিনিটের মাথায় জুনিয়র ফিরপোর অ্যাসিস্ট থেকে ওসমান দেম্বেলে গোল করে দলকে সমতায় ফেরান। এরপর বার্সার হাতে ২৩ মিনিট থাকলেও একটি গোল খুঁজে বের করতে পারেনি কেও।
শেষ পর্যন্ত এইবারের কিকে গার্সিয়া আর বার্সার দেম্বেলের করা একটি করে গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ হয় ক্যাম ন্যুতে। এই ড্র’তে পয়েন্ট টেবিলের ছয়ে রয়ে গেল বার্সা। আর এইবার রেলিগেশন জোন থেকে উঠে এসেছে ১৫ নম্বরে। লিগের শীর্ষে যথারীতি অ্যাটলেটিকো মাদ্রিদ আর সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
বিজনেস আওয়ার/৩০ ডিসেম্বর, ২০২০/এ