স্পোর্টস ডেস্ক : ব্রাইটনকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এমিরেটসের কোচ মাইকেল আর্তেতা।
সেপ্টেম্বরের পর প্রথমবার লিগে ‘ব্যাক টু ব্যাক’ জয় পেয়েছে। গত সপ্তাহে চেলসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে চমকে দেয় আর্সেনাল। যা তাদের সাম্প্রতিক সাফল্যের একটি। এবার সেই জয়ের ধারা ধরে রাখল তারা ব্রাইটনের বিপক্ষে।
ম্যাচের ৬৬তম মিনিট আলেক্সান্দ্রে লাকাজাত্তের একমাত্র গোলটি গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দেয় আর্সেনালকে। চেলসির বিপক্ষেও ম্যাচে পেনাল্টি থেকে গোল পেয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড।
বছরের শেষের আগে পাওয়া এই জয়ে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার ১৩তম স্থানে ওঠে এসেছে আর্সেনাল। আর্তেতার দল বছরের প্রথম ম্যাচ খেলবে ০২ জানুয়ারি, ওয়েস্ট ব্রমের বিপক্ষে।
১৯ ডিসেম্বর এভারটনের বিপক্ষে হারের পর তালিকার তলানিতে গিয়ে পৌঁছে আর্সেনাল। রেলিগেশন জোন থেকে কেবল ৪ পয়েন্ট ওপরে ছিল তারা। তবে আর্তেতার শিষ্যদের ভাগ্য ফিরতে বেশি সময় লাগেনি।
বিজনেস আওয়ার/৩০ ডিসেম্বর, ২০২০/এ