বিজনেস আওয়ার প্রতিবেদক (যশোর) : করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দেশের অন্যতম বড় স্থলবন্দর বেনাপোলে এখনও আমদানি-রফতানি স্বাভাবিক হয়নি। তবে বেনাপোল কাস্টম হাউজ কর্মকর্তাদের তৎপরতা, তদারকি আর নতুন নতুন পদক্ষেপের ফলে রাজস্ব আদায় বাড়ছে।
জানা গেছে, রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এই খাতে আহরণ প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পযন্ত এই পাঁচ মাসে আহরণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ৫৩ শতাংশ। এর মধ্যে শুধু নভেম্বরে আহরণ প্রবৃদ্ধি ৪৬ দশমিক ৪০ শতাংশ।
কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্ব বাড়াতে কাস্টমসের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবিত হচ্ছে। ফলে প্রতি মাসে আহরণ প্রবৃদ্ধি বাড়ছে।
এদিকে অনিয়মের সঙ্গে জড়িত থাকায় এরইমধ্যে সাত সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া চার সিঅ্যান্ডএফ এজেন্টকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
সূত্র জানায়, চলতি অর্থবছর এই কাস্টম হাউজের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ টাকা। নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৫০৮ কোটি ৮৮ লাখ টাকা। বিপরীতে আদায় হয়েছে এক হাজার ৫০৯ কোটি ৭৯ লাখ টাকা, যা গত অর্থবছর একই সময়ের তুলনায় ২৫৭ কোটি ২০ লাখ টাকা বেশি। পাঁচ মাসে রাজস্ব আদায় প্রবৃদ্ধি ২০ দশমিক ৫৩ শতাংশ।
অপরদিকে অর্থবছরের সদ্যবিদায়ী নভেম্বর মাসের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৫৪২ কোটি ৭৩ লাখ টাকা। আদায় হয়েছে ৩৭৫ কোটি ২৭ লাখ টাকা, যা গত অর্থবছরের নভেম্বর মাসের তুলনায় ১১৮ কোটি ৯৪ লাখ টাকা বেশি। এ সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ৪৬ দশমিক ৪০ শতাংশ।
সংশ্লিষ্টরা জানান, বেনাপোল কাস্টম হাউজ রাজস্ব আহরণ বৃদ্ধিতে বদ্ধপরিকর। আমদানি-রফতানি বৃদ্ধি ও শুল্ক ফাঁকি রোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। করোনার কারণে এ বন্দর দিয়ে আমদানি-রফতানির পরিমাণ কমে গেছে। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আমদানি-রফতানি ও রাজস্ব আহরণ।
তবে সুযোগসন্ধানী এক শ্রেণির অসাধু আমদানিকারক সিঅ্যান্ডএফ এজেন্টের সহায়তায় রাজস্ব ফাঁকি দিতে সবসময় তৎপর। বিশেষ করে মিথ্যা ঘোষণার মাধ্যমে এ রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়। যদিও ফাঁকি রোধে তৎপরতা বাড়িয়েছে বেনাপোল কাস্টম হাউজ। তার ফলও আসতে শুরু করেছে।
এরইমধ্যে দেড় মাসে প্রায় অর্ধশতাধিক আমদানিকারকের মিথ্যা ঘোষণার অতিরিক্ত পণ্য আটক, অতিরিক্ত রাজস্ব আদায়, জরিমানা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আমদানি-রফতানি গতিশীল ও সহজতর করতে হাউজের কার্গো শাখার এন্ট্রি গেটে একটি পয়েন্টে এন্ট্রি কার্যক্রম চালু করা হয়। এর আগে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ইএই আলাদাভাবে এন্ট্রি করার কারণে সময় বেশি লাগত; যাতে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হতো। বিগত প্রায় ১০ বছর যাবত এভাবে চলছিল। দফায় দফায় আলোচনা করে এ সমস্যা সমাধান করা হয়। আমদানি-রফতানি গতিশীলকরণে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, পরিস্থিতি যত স্বাভাবিক হচ্ছে, তত রাজস্ব আহরণ বাড়ছে। রাজস্ব ফাঁকি রোধে আমরা কিছু পদক্ষেপ নিয়েছে, যাতে দৃশ্যমান ফল পাচ্ছি। এছাড়া ইজ অব ডুয়িং বিজনেসের জন্য আমরা কিছু কাজ করেছি, আরও কিছু কাজ হাতে রয়েছে।
বিজনেস আওয়ার/৩০ ডিসেম্বর, ২০২০/এ