বিজনেস আওয়ার প্রতিবেদক : লেনদেন শুরু হওয়ার পরে ধীরে ধীরে নতুন কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের সংখ্যা বাড়তে থাকে। তবে গত ২৪ ডিসেম্বর লেনদেন শুরু হওয়া মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটায় ব্যতিক্রম হচ্ছে।
কোম্পানিটির শেয়ার দর যত বাড়ছে, ততই কমে আসছে লেনদেনের পরিমাণ। এর কারন হিসেবে রয়েছে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ। একইসঙ্গে আরও মুনাফা করার আশায় আইপিও বিজয়ীদের শেয়ার বিক্রি না করাও এক্ষেত্রে সমানভাবে কাজ করছে।
দেখা গেছে, লেনদেনের প্রথম দিন ১৫ টাকাতেই রবির ১ লাখ ১৭ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়। এরপরে ২২.৫০ টাকায় বেড়ে হয় ৪৯ লাখ ৩৭ হাজারের বেশি। এরপরেই কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রেতার পরিমাণ কমে আসে। যে কারনে লেনদেনের পরিমাণও কম হয়েছে।
গত ২৮ ডিসেম্বর প্রায় ১০ শতাংশ বেড়ে ২৪.৭০ টাকা হয়ে যায় রবির শেয়ার। তবে শেয়ার লেনদেনের পরিমাণ ২০ লাখ ৪২ হাজারে নেমে আসে। যা ২৯ ডিসেম্বর আরও ১০ শতাংশ বেড়ে ২৭.১০ টাকায় লেনদেন হলেও বিক্রেতার সংকট ছিল। ওইদিন কোম্পানিটির মাত্র ৪ লাখ ৫২ হাজারের থেকে কিছু বেশি শেয়ার লেনদেন হয়।
সর্বশেষ ৩০ ডিসেম্বরও রবির শেয়ারটি প্রায় ১০ শতাংশ দর বেড়েছে। এদিন ২৯.৮০ টাকায় কোম্পানিটির শেয়ারটি ১৫ লাখ ২৯ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে।
ব্যবসায় দূর্বল হলেও রবি আজিয়াটার শেয়ারটি এখনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে সঙ্গে সাধারন বিনিয়োগকারীরা ধরে রেখেছেন।
নিম্নে রবি আজিয়াটার তারিখ অনুযায়ি লেনদেন হওয়া শেয়ার সংখ্যা তুলে ধরা হল-
তারিখ | শেয়ার লেনদেনের সংখ্যা |
২৪ ডিসেম্বর | ১১৭১৬২টি |
২৭ ডিসেম্বর | ৪৯৩৭৮৫১টি |
২৮ ডিসেম্বর | ২০৪২১৬৭টি |
২৯ ডিসেম্বর | ৪৫২৮৭৭টি |
৩০ ডিসেম্বর | ১৫২৯৫০৪টি |
বিজনেস আওয়ার/৩১ ডিসেম্বর, ২০২০/আরএ