ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ড্র দিয়ে বছর শেষ করল রিয়াল

  • পোস্ট হয়েছে : ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • 47

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় ২০২০ সালে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। বুধবার (৩০ ডিসেম্বর) রাতে নবাগত এলচের আতিথ্য নেয় চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়ে বছর শেষ করল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।

এদিন ম্যাচের শুরু থেকে তিন পয়েন্টের জন্য খেলতে থাকা রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২০ মিনিটের মাথায়। অ্যাসেন্সিওর শট গোলপোস্টে লেগে ফিরে আসলে তা হেড করে জালে জড়ান লুকা মদ্রিচ। আর তাতেই ১-০’তে লিড নেয় লস ব্ল্যাঙ্কোসরা।

এগিয়ে গিয়ে ব্যবধান বাড়ানোর দিকে নজর দেয় রিয়াল। ম্যাচের ৩৭ মিনিটে এলচের মারকনের হ্যান্ডবলের জন্য পেনাল্টির বাঁশি দেন রেফারি। তবে পরবর্তীতে ভিএআরের সাহায্য নিয়ে দেখতে পান মারকনের হাতে লাগেনি। আর তাই পেনাল্টির সিদ্ধান্ত থেকে ফিরে আসেন রেফারি।

এভাবে ১-০’তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। বিরতি থেকে ফিরে এসে মাত্র ছয় মিনিটের মাথায় এলচেকে পেনাল্টি উপহার দেন রিয়াল রাইট ব্যাক দানি কার্ভাহাল। স্পট কিক থেকে এলচেকে সমতায় ফেরান ফিদেল চাভেস।

এর ঠিক ১২ মিনিট পর এলচের দুর্দান্ত এক আক্রমণের পর নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসলে ম্যাচে লিড নেওয়া হয়নি তাদের। ম্যাচের শেষ দিকে হ্যাজার্ড, ভিনিসিয়াস আর ফেদে ভালভার্দেকে মাঠে নামালেও আর কোনো গোল হয়নি। আর তাতেই ১-১ গোলে সমতায় থেকে ম্যাচ শেষ করেছে দুই দল।

এই ড্র’তে পয়েন্ট টেবিলের দুইয়েই থাকল রিয়াল। তবে নিজেদের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ শীর্ষেই রয়েছে। নিজেদের ১৬ ম্যাচের মধ্যে ১০ জয়, তিন ড্র আর তিন হারে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৪ ম্যাচে ১১ জয়, দুই ড্র আর এক হারে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিজনেস আওয়ার/৩১ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ড্র দিয়ে বছর শেষ করল রিয়াল

পোস্ট হয়েছে : ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় ২০২০ সালে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। বুধবার (৩০ ডিসেম্বর) রাতে নবাগত এলচের আতিথ্য নেয় চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়ে বছর শেষ করল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।

এদিন ম্যাচের শুরু থেকে তিন পয়েন্টের জন্য খেলতে থাকা রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২০ মিনিটের মাথায়। অ্যাসেন্সিওর শট গোলপোস্টে লেগে ফিরে আসলে তা হেড করে জালে জড়ান লুকা মদ্রিচ। আর তাতেই ১-০’তে লিড নেয় লস ব্ল্যাঙ্কোসরা।

এগিয়ে গিয়ে ব্যবধান বাড়ানোর দিকে নজর দেয় রিয়াল। ম্যাচের ৩৭ মিনিটে এলচের মারকনের হ্যান্ডবলের জন্য পেনাল্টির বাঁশি দেন রেফারি। তবে পরবর্তীতে ভিএআরের সাহায্য নিয়ে দেখতে পান মারকনের হাতে লাগেনি। আর তাই পেনাল্টির সিদ্ধান্ত থেকে ফিরে আসেন রেফারি।

এভাবে ১-০’তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। বিরতি থেকে ফিরে এসে মাত্র ছয় মিনিটের মাথায় এলচেকে পেনাল্টি উপহার দেন রিয়াল রাইট ব্যাক দানি কার্ভাহাল। স্পট কিক থেকে এলচেকে সমতায় ফেরান ফিদেল চাভেস।

এর ঠিক ১২ মিনিট পর এলচের দুর্দান্ত এক আক্রমণের পর নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসলে ম্যাচে লিড নেওয়া হয়নি তাদের। ম্যাচের শেষ দিকে হ্যাজার্ড, ভিনিসিয়াস আর ফেদে ভালভার্দেকে মাঠে নামালেও আর কোনো গোল হয়নি। আর তাতেই ১-১ গোলে সমতায় থেকে ম্যাচ শেষ করেছে দুই দল।

এই ড্র’তে পয়েন্ট টেবিলের দুইয়েই থাকল রিয়াল। তবে নিজেদের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ শীর্ষেই রয়েছে। নিজেদের ১৬ ম্যাচের মধ্যে ১০ জয়, তিন ড্র আর তিন হারে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৪ ম্যাচে ১১ জয়, দুই ড্র আর এক হারে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিজনেস আওয়ার/৩১ ডিসেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: