স্পোর্টস ডেস্ক : শেষ ভালো যার, সব ভালো তাঁর। কিন্তু লিভারপুলের ২০২০ সালের শেষটা ভালো হলো না। নিউক্যাসেলের বিপক্ষে গোলশূন্য ড্র করে বছরের ইতি টেনেছে অল রেডসরা। নিউক্যাসলের বিপক্ষে লিগে টানা পাঁচ জয়ের পর ড্র করল লিভারপুল।পয়েন্ট হারালেও শীর্ষস্থান হাতছাড়া হয়নি ইয়্যুর্গেন ক্লপের দলের।
ম্যাচে বল দখলে রেখে নিউক্যাসেলকে বেশ ভোগাচ্ছিল ক্লপের দল। কিন্তু নিউক্যাসেলের জমাট বাধা রক্ষণে কিছুতেই ফাটল ধরাতে পারছিল না তারা। উল্টো ম্যাচের ১৩ মিনিটের দিকে দারুণ এক আক্রমণ করে বসে নিউক্যাসেল। সে যাত্রায় রক্ষা পেয়ে আরও গুছিয়ে খেলতে থাকে অল রেডসরা।
ম্যাচের ৩৪তম মিনিটে জর্ডান হেন্ডারসনের ক্রস ডি বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে শট নেন মোহাম্মদ সালাহ। তবে তাঁর শট রুখে দেন নিউক্যাসল গোলরক্ষক কার্ল ডারলো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রবের্তো ফিরমিনো হেড ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ডারলো।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪তম মিনিটে ডান দিক থেকে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রসে লাফিয়ে উঠে মাথা ছোঁয়ান সাদিও মানে। তবে তাঁর হেড লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে জালের পাশে। ৬৬তম মিনিটে ফিরমিনোর বাড়ানো বল পেয়ে জোরালো শটে বল বাইরে পাঠিয়ে দেন সালাহ।
এরপর কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করতে আরও একবার ব্যর্থ ফিরমিনো। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে নিউক্যাসেলের রক্ষণকে ব্যস্ত রাখলেও শেষ পর্যন্ত ভাঙতে পারেনি। আর তাতেই ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রতে।
এই ড্র’তে ১৬ ম্যাচে ৯টি জয় ও ৬ ড্র’তে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চ্যাম্পিয়ন লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসেল ইউনাইটেড। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি আছে তিন নম্বরে।
বিজনেস আওয়ার/৩১ ডিসেম্বর, ২০২০/এ