ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

  • পোস্ট হয়েছে : ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • 74

বিজনেস আওয়ার প্রতিবেদক (টাঙ্গাইল) : টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার গড়পাড়া গ্রামের কুদ্দুসের ছেলে শহিদুল ইসলাম (২২) ও বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার মথুড়াপুর গ্রামের এনামুল হকের ছেলে বায়েজিদ বোস্তামী (২০)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, দ্রুতগতি সম্পন্ন উত্তরাঞ্চলগামী একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে একটি ট্রাকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের হেলপার শহিদুল ও এনামুল মারা যান। এছাড়াও গুরুতর আহত হন পিকআপ ভ্যানের চালক।

তিনি আরও বলেন, পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে টাঙ্গাইল জনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে।

বিজনেস আওয়ার/৩১ ডিসেম্বর, ২০২০/টিএ/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

পোস্ট হয়েছে : ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক (টাঙ্গাইল) : টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার গড়পাড়া গ্রামের কুদ্দুসের ছেলে শহিদুল ইসলাম (২২) ও বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার মথুড়াপুর গ্রামের এনামুল হকের ছেলে বায়েজিদ বোস্তামী (২০)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, দ্রুতগতি সম্পন্ন উত্তরাঞ্চলগামী একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে একটি ট্রাকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের হেলপার শহিদুল ও এনামুল মারা যান। এছাড়াও গুরুতর আহত হন পিকআপ ভ্যানের চালক।

তিনি আরও বলেন, পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে টাঙ্গাইল জনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে।

বিজনেস আওয়ার/৩১ ডিসেম্বর, ২০২০/টিএ/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: