বিজনেস আওয়ার প্রতিবেদক : ভারতের রাজধানী দিল্লিতে যুক্তরাজ্য ফেরত ৩৮ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজনের নমুনায় কোভিডের নতুন ধরনের (স্ট্রেন) সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ পর্যন্ত যুক্তরাজ্য ফেরত ৩৮ জনের কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ। আক্রান্তদের প্রত্যেককে হাসপাতালের পৃথক আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে চারজন যুক্তরাজ্য থেকে কোভিড-১৯ এর নতুন স্ট্রেন বয়ে এনেছেন। বিদেশ থেকে ফিরে এই চারজন যাদের সংস্পর্শে এসেছেন, তাদেরও চিহ্নিত করে কোভিড টেস্ট করা হয়েছে। কিন্তু রিপোর্টে কিছু ধরা পড়েনি।
সত্যেন্দর জৈন জানান, যুক্তরাজ্যের ফ্লাইট আপাতত বন্ধ রয়েছে। তবে সম্প্রতি যারা যুক্তরাজ্য থেকে দিল্লিতে ফিরেছেন, তাদের প্রত্যেককে খুঁজে বের করে করোনা পরীক্ষা করা হয়েছে।
বিজনেস আওয়ার/০১ জানুয়ারি, ২০২১/কমা