বিজনেস আওয়ার প্রতিবেদক : ব্যাংকগুলোর নগদ লভ্যাংশ বিতরনে আগের সিদ্ধান্ত থেকে আংশিক সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে ব্যাংকগুলো ৩০ সেপ্টেম্বরের আগে ব্যক্তিশ্রেণীর (স্থানীয় ও বিদেশী) বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরন করতে পারবে বলে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এজন্য গভর্নরকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান।
রবিবার (০৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ সহিদুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেয়ারবাজারে সাধারন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকগুলো ২০১৯ সালের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ আগামি ৩০ সেপ্টেম্বরের আগে শুধুমাত্র ব্যক্তিশ্রেণীর (স্থানীয় ও বিদেশী) বিনিয়োগকারীদের মাঝে বিতরন করতে পারবে।
রকিবুর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংক আজকের সিদ্ধান্তের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করেছে।
এর আগে গত ১১ মে ব্যাংকগুলো আগামি ৩০ সেপ্টেম্বরের নগদ লভ্যাংশ বিতরন করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
বিজনেস আওয়ার/০৭ জুন, ২০২০/আরএ