ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে অনুমোদন পেলো অক্সফোর্ডের করোনা টিকা

  • পোস্ট হয়েছে : ১২:০১ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • 101

আন্তর্জাতিক ডেস্ক : জরুরি ব্যবহারের জন্য অ্যাস্ট্রাজেনিকা-অক্সফোর্ডের করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও)। শুক্রবার (১ জানুয়ারি) সিডিএসসিও এ অনুমোদন দেয়।

করোনা টিকার পরীক্ষামূলক প্রযোগ শনিবার (২ জানুয়ারি) থেকেই শুরু হয়ে যাচ্ছে। দিল্লিতে শুরু হওয়া ড্রাই রানের উপর নজর রাখবেন স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে সেরাম ইনস্টিটিউট ‘কোভিশিল্ড’ নামে এই টিকাটি তৈরি করছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই টিকায় অনুমোদন দেবেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভি জে সোমানি। সাধারণত বিশেষজ্ঞ কমিটির সুপারিশের পরই অনুমোদন বা জরুরি ভিত্তিতে ব্যবহারের প্রস্তাবে ছাড়পত্র দেন ডিসিজিআই। তবে কী কী শর্ত আরোপ করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে যৌথভাবে সেই টিকা তৈরি করেছে অক্সফোর্ড। ভারতে যে টিকার উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। নিম্ন ও মধ্য আয়বিশিষ্ট দেশের জন্য ১০০ কোটি করোনা টিকার ডোজ তৈরি করার চুক্তি করেছে ভারতীয় সংস্থা।

বিজনেস আওয়ার/০২ জানুয়ারি, ২০২১/এনডি/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

ডিএসই ট্রেনিং একাডেমীর ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস এন্ড টুলস” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ভারতে অনুমোদন পেলো অক্সফোর্ডের করোনা টিকা

পোস্ট হয়েছে : ১২:০১ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : জরুরি ব্যবহারের জন্য অ্যাস্ট্রাজেনিকা-অক্সফোর্ডের করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও)। শুক্রবার (১ জানুয়ারি) সিডিএসসিও এ অনুমোদন দেয়।

করোনা টিকার পরীক্ষামূলক প্রযোগ শনিবার (২ জানুয়ারি) থেকেই শুরু হয়ে যাচ্ছে। দিল্লিতে শুরু হওয়া ড্রাই রানের উপর নজর রাখবেন স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে সেরাম ইনস্টিটিউট ‘কোভিশিল্ড’ নামে এই টিকাটি তৈরি করছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই টিকায় অনুমোদন দেবেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভি জে সোমানি। সাধারণত বিশেষজ্ঞ কমিটির সুপারিশের পরই অনুমোদন বা জরুরি ভিত্তিতে ব্যবহারের প্রস্তাবে ছাড়পত্র দেন ডিসিজিআই। তবে কী কী শর্ত আরোপ করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে যৌথভাবে সেই টিকা তৈরি করেছে অক্সফোর্ড। ভারতে যে টিকার উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। নিম্ন ও মধ্য আয়বিশিষ্ট দেশের জন্য ১০০ কোটি করোনা টিকার ডোজ তৈরি করার চুক্তি করেছে ভারতীয় সংস্থা।

বিজনেস আওয়ার/০২ জানুয়ারি, ২০২১/এনডি/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: