বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ সহযোগী কোম্পানি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইনবে সিনার ফার্মাসিউটিক্যালস ‘ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড’ নামে একটি সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করবে। বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) প্রয়োজনীয় আইন-কানুন মেনে সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে ইবনে সিনা।
ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের সম্পূর্ণ বিনিয়োগ ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইবনে সিনা সহযোগী কোম্পানি গঠন করতে পারবে।
ইবনে সিনার সহযোগী প্রতিষ্ঠান ‘ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড’ এর অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা।
বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২১/এস