আন্তর্জাতিক ডেস্ক : নাইজারে দুই গ্রামে জঙ্গিদের হামলায় অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়। দেশটির সরকার এ হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক নিরাপত্তা কর্মী জানান, শনিবার (২ জানুয়ারি) চমবাঙ্গু গ্রামে হামলার ঘটনায় অন্তত ৪৯ বাসিন্দা নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, জারুমদারে গ্রামে হামলার ঘটনায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন।
তিলাবেরির ঊর্ধ্বতন আঞ্চলিক এক কর্মকর্তা এএফপিকে বলেন, বন্দুকধারীরা দুপুরের দিকে এই হামলা চালিয়েছে। এতে অনেক মানুষ নিহত হয়েছে। তবে তিনি সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি।
নাইজারের সীমান্তবর্তী এলাকা তিলাবেরি অঞ্চলে গ্রাম দুটি অবস্থিত। ২০১৭ সাল থেকে ওই এলাকায় জরুরি অবস্থা জারি হয়েছে। নাইজারে জঙ্গিগোষ্ঠী প্রায়ই হামলা চালায়।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ওই এলাকায় জরুরি অবস্থা জারি হয়েছে। নাইজারে জঙ্গিগোষ্ঠী প্রায়ই হামলা চালায়। গত মাসে নাইজারের বোকো হারাম দলের হামলায় দিফা এলাকায় কমপক্ষে ২৭ জন নিহত হয়।
বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২০/এ