আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরোপ করা প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। রোববার (৩ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টা থেকে দেশটিতে সমুদ্র, স্থল ও আকাশ পথে প্রবেশ শুরু হয়েছে।
এর আগে মহামারীর অতিসংক্রামক নতুন ধরন বা স্ট্রেইন সংক্রমণের আশঙ্কায় দুই সপ্তাহের অস্থায়ী প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে আরব নিউজ ও রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে।
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যসহ যেসব দেশে নতুন ধরনের বিস্তার হয়েছে, তাদের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে। সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে তাদের অন্তত ১৪ দিন এসব দেশের বাইরে থাকতে হবে।
আর মানবিক ও অপরিহার্য কারণে যেসব সৌদি নাগরিককে প্রবেশ করতে দেয়া হবে, পর্যবেক্ষণের জন্য তাদের ১৪ দিন বাড়িতে কোয়ারিন্টেনে অবস্থান করতে হবে।
ফ্রান্স, সুইডেন ও স্পেনের মতো ইউরোপীয় দেশে নতুন ধরন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কানাডা ও জাপানেও এই অতিসংক্রামক স্ট্রেইন পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যের শীর্ষ অর্থনীতির দেশটি ইতিমধ্যে করোনার টিকাদান কর্মসূচি শুরু করে দিয়েছে। যদিও সেখানে করোনার সংক্রমণ সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে।
উল্লেখ্য, সৌদি আরবে করোনা শনাক্ত ও মৃত্যু দুই-ই কমেছে ব্যাপকভাবে। দেশটিতে এ পর্যন্ত ৩ লাখ ৬২ হাজারের বেশি ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ছয় হাজারের বেশি মানুষ।
বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২০/এ