স্পোর্টস ডেস্ক : নতুন বছরে ফিরেছে স্বরুপে রিয়াল মাদ্রিদ। বছরের প্রথম ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে জিদান শিষ্যরা। যদিও মাঠের খেলা খুব একটা সন্তোষজনক ছিল না জিনেদিন জিদানের শিষ্যদের। দলের হয়ে একটি করে গোল করেছেন মার্কো অ্যাসেনসিও এবং লুকাস ভাস্কুয়েজ। সেই সাথে উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
শনিবার রাতে ম্যাচের ৬ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ভাস্কুয়েজ। সেল্টার আক্রমণ প্রতিহত করে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে যান অ্যাসেনসিও, উইং থেকে ক্রস বাড়িয়ে দেন বক্সে অপেক্ষায় থাকা ভাস্কুয়েজের উদ্দেশ্যে। সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ভাস্কুয়েজ। ফলে শুরুতেই লিড পায় রিয়াল।
প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি দুই দলের কেউ। ম্যাচের ৩৬ মিনিটের সময় সহজ এক সুযোগ হাতছাড়া করেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। মিনিট দুয়েক পর হলুদ কার্ড দেখেন মার্কো অ্যাসেনসিও। প্রথমার্ধে সেল্টার দুই খেলোয়াড়ও দেখেন হলুদ কার্ড।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ব্যবধান বাড়াতে সময় নষ্ট করেনি স্বাগতিক রিয়াল। ম্যাচের ৫৯ মিনিটের সময় মাঝমাঠে সেল্টার মিডফিল্ডার মুরিলোর ভুলে বল পেয়ে যান অ্যাসেনসিও। দ্রুততার সঙ্গে সেটি এগিয়ে দেন ভাস্কুয়েজের উদ্দেশ্যে। পরে ডি-বক্সে ফিরতি পাস পেয়ে সেটি গোলে পরিণত করেন অ্যাসেনসিও।
এ দুই গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ, উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। এখনও পর্যন্ত খেলা ১৭ ম্যাচে ১১ জয় ও ৩ ড্র নিয়ে সবার ওপরে রিয়াল। তাদের চেয়ে ৩ ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে অ্যাটলেটিকো।
বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২০/এ