বিনোদন ডেস্ক : সালমান খানের সিনেমা মানে হলে হলে উৎসব। করোনার এই দুঃসময়েও ছবি হাতছাড়া করতে নারাজ প্রদর্শকরা। আর এ কারণে ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে সালমানের ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর মুক্তির আবেদন জানিয়েছেন তারা।
করোনা পরিস্থিতির কারণে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘রাধে’ মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু প্রদর্শকদের বিশ্বাস, সালমানের ছবির হাত ধরেই নতুন বছরের বক্স অফিসের হাল ফিরবে। আর তাই সালমানকেই সরাসরি চিঠি লিখেছেন তারা।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সালমানের ছবি অনেক বছর ধরে সিনেমাহলে দর্শক নিয়ে এসেছে; তাই এই কঠিন পরিস্থিতিতে আরও একবার ঘুরে দাঁড়াতে তার সাহায্যপ্রার্থী হল মালিক ও প্রদর্শকরা।
তাদের ভাষ্য, ‘‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ এমন একটি ছবি যা প্রেক্ষাগৃহকে পুনরুজ্জীবিত করে তুলতে পারে। তবে সালমান নাকি আপাতত এসব কিছুই ভাবছেন না।
জন্মদিনে ছবি মুক্তির প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, এখন মানুষের সুরক্ষাটাই সবচেয়ে আগে। সৃষ্টিকর্তা না করুন, থিয়েটারে গিয়ে যদি কারও কিছু হয়, সেটা আমরা কেউই মেনে নিতে পারব না।
সালমানের এমন মন্তব্য আগেই জেনেছিলেন প্রদর্শকরা। তাই চিঠিতে দিয়েছেন পাল্টা যুক্তিও। জানিয়েছেন, সিনেমা হলে গিয়ে কেউ কোভিড আক্রান্ত হয়েছে, এমন ঘটনা পৃথিবীর কোনও প্রান্তে এখনও পর্যন্ত শোনা যায়নি।
এমনিতেই দর্শকদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তারা। ধারণা করা হচ্ছে, ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ আসছে ঈদে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা।
বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২০/এ